Entertainment

কমলো ‘জগদ্ধাত্রী’র নম্বর! ‘দীপা’ না ‘গৌরী’, কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা

বর্তমানে টেলিভিশনের পর্দায় একেরপর এক নতুন মেগা আসছে। আর যার কারণে টিআরপি তালিকায় একেরপর এক রদবদল ঘটে। তবে, এই সপ্তাহে কে কোথায় আছে জানেন কি? চলতি সপ্তাহেও ফের বেঙ্গল টপার ‛অনুরাগের ছোঁয়া’। ৭.৮ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। তবে, এসপ্তাহে দ্বিতীয় স্থানে নেই জগদ্ধাত্রী। বরং ৭.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গৌরী এলো।

তবে, তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। আর এই ধারাবাহিকের রেটিং ৬.৮। পর্ণা-সৃজনের কেমিস্ট্রিও ব্যাপক এনজয় করছেন নেটিজেনরা। ৬.১ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। চলুন তবে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা।

  1. অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)-৭.৮
  2. গৌরী এলো (Gouri Elo)-৭.১
  3. জগদ্ধাত্রী (Jagadhatri)-৬.৮
  4. নিম ফুলের মধু (Neem Fuler Madhu)-৬.১
  5. হরগৌরী পাইস হোটেল (Horogouri Pais Hotel), বাংলা মিডিয়াম(Bangla Medium)-৫.৯
  6. রাঙা বউ (Ranga Bou)-৫.৬
  7. এক্কা দোক্কা (Ekka Dokka), পঞ্চমী (Ponchomi), মেয়েবেলা (Meyebela)-৫.০
  8. কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Sriman Prithviraj)-৪.৯
  9. তুঁতে (Tunte)-৪.৫
  10. সোহাগ জল (Sohag Jol)-৪.৪

আপাতত সন্ধ্যাতারা, ফুলকি এই দুই ধারাবাহিক আগামী সপ্তাহে থাকবে নজরে। দুটি মেগাই শুরু হয়েছে একই দিনে। বলা যায় একে অপরের প্রতিপক্ষ। এবার শুধু দেখার পালা আগামী দিনে কোন ধারাবাহিক কতটা জায়গা করতে পারে দর্শকদের মনে।