Entertainment
‘পর্না’র জাদুতে পিছিয়ে পড়লো ‘জগদ্ধাত্রী’! ‘দীপা’ না ‘ফুলকি’, কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা
Bengali Serial TRP List : 'দীপা'র ঘাড়ে 'ফুলকি'র নিশ্বাস! কে পেল শীর্ষস্থান? দেখে নিন TRP তালিকা

বৃহস্পতিবার আসলেই টিআরপি (TRP) তালিকার দিকে তাকিয়ে থাকেন সকলেই। কে এগোলো আর কেই বা পিছলো সেই দিকে নজর থাকে সবার। আর এ সপ্তাহে জগদ্ধাত্রীকে পিছনে ফেলে ফের বেঙ্গল টপার ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। অবশেষে মিটতে চলেছে সূর্য-দীপার এতদিনের ভুল বোঝাবুঝি। আর সেই প্রোমো দেখেই চরচরিয়ে বেড়েছে রেটিং। এই ধারাবাহিকের রেটিং ৮.৮। ওদিকে ৮.৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‛ফুলকি’।
তবে, এই সপ্তাহে জগদ্ধাত্রী চলে গিয়েছে চতুর্থ স্থানে। বরং পর্ণা-সৃজনের ‛নিম ফুলের মধু’ রয়েছে তৃতীয় স্থানে। এই ধারাবাহিকের রেটিং ৮.২। আর জগদ্ধাত্রীর রেটিং ৮.০। চলুন তবে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা।
- অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)-৮.৮
- ফুলকি (Fulki)-৮.৩
- নিম ফুলের মধু (Neem Fuler Madhu)-৮.২
- জগদ্ধাত্রী (Jagadhatri)-৮.০
- রাঙা বউ (Ranga Bou)-৭.৫
- হরগৌরী পাইস হোটেল (Horogouri Pais Hotel), সন্ধ্যাতারা (Sandhyatara), কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)-৬.৭
- খেলনা বাড়ি (Khelna Bari)-৬.৪
- Love বিয়ে আজকাল (Love Biye Ajkal)-৬.১
- তুঁতে (Tunte)-৬.০
- বাংলা মিডিয়াম (Bangla Medium)-৫.৫
তবে, এ সপ্তাহে স্লট হারিয়েছে ‛গৌরী এলো’। আর তাকে হারিয়েছে ‛তোমাদের রানী’।