মিঠাইয়ের অবস্থা খারাপ, বেঙ্গল টপার ‘গৌরি এলো’, কত নম্বরে ‘গাঁটছড়া’? দেখুন TRP তালিকা

‛মিঠাই’ র হাল যে খুবই খারাপ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে, চলতি সপ্তাহের টিআরপি তালিকা শুনলে আরও খানিকটা মুষড়ে পড়বেন ‛মিঠাই’ ভক্তরা। এই সপ্তাহে সোজা আট নম্বরে পৌঁছে গিয়েছে ‛মিঠাই’ (Mithai)। আর এরকম চলতে থাকলে আগামী দিনে টিভির পর্দায় আর মিঠাই রানীকে দেখা যাবে নাকি সেই নিয়ে বেশ সন্দেহ আছে।
তাহলে এ সপ্তাহের বেঙ্গল টপার ধারাবাহিক কোনটি সেটাই ভাবছেন নিশ্চই? ঘোমটা কালির আশীর্বাদ ঈশান-গৌরীর উপর বর্তমান। তাই ৭.৮ রেটিং নিয়ে এ সপ্তাহের বেঙ্গল টপার ধারাবাহিক ‛গৌরী এলো’ (Gouri Elo)। চলুন তবে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা।
১.গৌরী এলো-৭.৮
২.ধূলোকনা-৭.৬
৩.গাঁটছড়া-৭.৩
৪.জগদ্ধাত্রী-৭.২
৫.অনুরাগের ছোঁয়া-৭.০
৬.আলতা ফড়িং-৬.৯
৭.মাধবীলতা-৬.৭
৮.মিঠাই-৬.৬
৯.লক্ষ্মী কাকিমা সুপারস্টার-৬.৩
১০.খেলনা বাড়ি-৬.২
১৪ নভেম্বর থেকে ‛পিলু’ র জায়গায় আসতে চলেছে ‘মিঠাই’। এই সপ্তাহে পিলুর রেটিং ৪.৮। ওদিকে ‛লালকুঠি’, ‛বোধিসত্বের বোধবুদ্ধি’র রেটিংও বেশ নীচের দিকে।