×
Entertainment

খেলা শেষ মিঠাইয়ের! দারুন রেজাল্ট করলো জগদ্ধাত্রী, ‘গাঁটছড়া’ কত নম্বরে? দেখুন টিআরপি তালিকা

বেঙ্গল টপার হওয়ার দৌড়ের প্রতিযোগিতা চলতেই থাকে। প্রতি বৃহস্পতিবার টিআরপি রেটিং সামনে আসার সঙ্গে সঙ্গে সিরিয়ালগুলোর জনপ্রিয়তা বাড়ছে না কমছে তা জানা যায়।

‘মিঠাই’-এর নম্বর আরো কমে এই সপ্তাহে সাত নম্বরে নেমে গেল মোদক পরিবার। খুব সম্ভবত সিরিয়ালটা শেষ হয়ে যাবে এবার। এই সপ্তাহের বেঙ্গল টপার “গৌরি এলো” ৭.৫ নম্বর পেয়ে প্রথম। ঈশান-গৌরীরা আস্ত আস্তে বাঙালি দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। দু-নম্বর স্থানে ‘জগদ্ধাত্রী’। স্বয়ম্ভূ আর জগদ্ধাত্রীর রসায়ণে বুঁদ দর্শক। জি বাংলার এই নতুন ধারাবাহিক যে অনেক দূর যাবে তাতে সন্দেহ নেই।

অন্যদিকে তৃতীয় ও চতুর্থ স্থানে স্টার জলসার ‘ধূলোকণা’ (৬.৭), আর ‘গাঁটছড়া’। গাঁটছড়ার নম্বরঅবশ্য কমেছে। এবার মাত্র ৬.৫ পয়েন্ট পেয়েছে এই ধারাবাহিক। সেরা পাঁচে প্রথমবার ঢুকে পড়ল জি বাংলার “খেলনাবাড়ি”।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- গৌরী এলো (৭.৫)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.০)
তৃতীয়- ধুলোকণা (৬.৭)
চতুর্থ- গাঁটছড়া (৬.৫)
পঞ্চম- খেলনা বাড়ি (৬.১)
ষষ্ঠ- আলতা ফড়িং (৫.৯)
সপ্তম- মাধবীলতা (৫.৮)
মিঠাই (৫.৮)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৭)
নবম- নবাব নন্দিনী (৫.৪)
দশম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৫.৩)

এইবার টিআরপি তালিকায় ওপরে উঠছে ‘মাধবীলতা’। মিঠাইয়ের সঙ্গে ৫.৮ নম্বর নিয়ে দুজনেই রয়েছে সপ্তম স্থানে। ০.১ পয়েন্ট বেশি পেয়ে ছ নম্বরে ‘আলতা ফড়িং’। ‘নিম ফুলের মধু’ নিয়ে দর্শকদের উত্তেজনা বাড়ছে। অন্যদিকে স্টার জলসায় খুব শীঘ্রই শুরু হবে নতুন দুই মেগা, তাই আগামী দিনে টিআরপি তালিকায় বড়সড় বদল এলে অবাক হওয়ার সত্যিই কিছু নেই।