Entertainment

Mithai: ফের বাজিমাত করলো ‘মিঠাই’, TRP লিস্টে কোথায় খড়কুটো, সর্বজয়া, রইলো তালিকা

চলছে পুজোর মরসুম। এমনকি সঙ্গে শুরু হয়ে গিয়েছে আইপিএল। আর এই সব মিলিয়েই অনেকটা তলানিতে নেমেছে সিরিয়ালের টিআরপি(TRP)। এ সপ্তাহের ১৫+ টিআরপি তালিকা প্রকাশ না হলেও হয়েছে ২+ টিআরপি তালিকা। আর যা দেখে রীতিমতো স্পষ্ট যে সব সিরিয়ালেরই কমেছে নম্বর। তবে, ‘মিঠাই’ (Mithai)কে একচুলও সরাতে পারেনি কেউ। এবারেও সে ১০.৬ টিআরপি নিয়ে রয়েছে প্রথম স্থানে।

তবে, স্থান ধরে রাখতে পারলো না ‘অপরাজিতা অপু'(Aparajita Apu)। বরং ৭.৯ রেটিং নিয়ে সেই স্থান দখল করলো ‘যমুনা ঢাকি’। এমনকি তৃতীয় স্থানে নেই দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া'(Sarbojaya) ধারাবাহিক। ৭.৬ রেটিং নিয়ে সেই স্থান দখল করেছে ‘উমা’ ও ‘করুণাময়ী রানী রাসমণি’। চলুন তবে, দেখে নেওয়া যাক এসপ্তাহে প্রথম দশে রয়েছে কোন ধারাবাহিক।

১. মিঠাই-১০.৬
২. যমুনা ঢাকি-৭.৯
৩. উমা, করুণাময়ী রানী রাসমণি-৭.৬
৪. অপরাজিতা অপু-৭.১
৫.ধূলোকনা, খড়কুটো- ৭.০
৬.সর্বজয়া-৬.৮
৭.মন ফাগুন-৬.৭
৮. এই পথ যদি না শেষ হয়-৬.৩
৯. গঙ্গারাম-৬.২
১০. শ্রীময়ী, কৃষ্ণকলি-৫.৮

Related Articles

Back to top button