Entertainment

TRP List: দারুন রেজাল্ট করে এগিয়ে এলো সন্ধ্যাতারা! কত নম্বরে অনুরাগের ছোঁয়া? দেখুন টিআরপি তালিকা

Bengali Serial TRP List: বর্তমানে টেলিভিশনের পর্দায় একেরপর এক নতুন মেগা আসছে। তবে, ধারাবাহিক যতই আসুক না কেন তা কিন্তু টিকে থাকা নির্ভর করে টিআরপি তালিকার উপর। আর তাইতো কখনও তিন মাসের মেগাকেও পর্দা থেকে বিদায় নিতে হয়। আবার কখনও তিন বছরের মেগাও হচ্ছে বেঙ্গল টপার। তবে, এই সপ্তাহে কে কোথায় আছে জানেন কি? চলতি সপ্তাহেও ফের বেঙ্গল টপার ‛অনুরাগের ছোঁয়া’। ৯.০ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক।

তবে, এই সপ্তাহেও ফুলকিকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‛জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকের রেটিং ৮.৭। ওদিকে অভিষেক বসু ও দিব্যানি মন্ডলের নতুন মেগা ‛ফুলকি’। এই সপ্তাহে এই ধারাবাহিক ৮.৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তবে, চমক পাওয়ার মতো বিষয় হল এসপ্তাহে প্রথম দশে রয়েছে ‛সন্ধ্যাতারা’। চলুন তবে জেনে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা।

TRP List: 

১.অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)-৯.০

২.জগদ্ধাত্রী (Jagadhatri)-৮.৭

৩.ফুলকি (Fulki)-৮.৫

৪.রাঙা বউ (Ranga Bou)-৭.৯

৫.নিম ফুলের মধু (Neem Fuler Madhu)-৭.৭

৬.বাংলা মিডিয়াম (Bangla Medium)-৬.৯

৭.হরগৌরী পাইস হোটেল (Horogouri Pais Hotel)-৬.৬

৮.সন্ধ্যাতারা (Sandhyatara)-৬.১

৯.খেলনা বাড়ি (khelna Bari)-৬.০

১০.এক্কা দোক্কা (Ekka Dokka)-৫.৭

তবে, আশ্চর্যের বিষয় হল এবারে প্রথম দশ থেকে একেবারে ছিটকে গেছে ‛পঞ্চমী’। গল্পে অতিপ্রাকৃতিক জিনিসের চেয়েও শাশুড়ি-বৌমার ঝগড়া বেশি করে নজর কাড়ছিল সকলের। অন্যদিকে এসপ্তাহে নম্বর বেড়েছে ‛কার কাছে কই মনের কথার’। অনুমান করা হচ্ছে আগামী দিনে এই ধারাবাহিক প্রথম দশে জায়গা করে নেবে।