Entertainment

প্রথম স্থান দখল করলো ‘জগদ্ধাত্রী ‘ চমক দেখিয়ে এগিয়ে এলো ‘নিম ফুলের মধু’, কত নম্বরে অনুরাগের ছোঁয়া?

Advertisement

TRP List: প্রায়ই আমরা চলতি কথায় একটা প্রবাদ শুনে থাকি। আর তা হল ‛আজ যে রাজা কাল সে ফকির’। তবে, হঠাৎ এই প্রসঙ্গ কেন এলো তাই ভাবছেন নিশ্চই? কিছুদিন ধরে গুঞ্জন চলছিল এবার হয়তো সেরার সেরা পজিশন হারাবে সূর্য-দীপা (Surya-Dipa)। যেমন ভাবনা তেমন প্রতিফলন। চলতি সপ্তাহে বেঙ্গল টপারের পজিশন থেকে ছিটকে গেল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দীর্ঘদিন ধরেই একই গল্প দেখানো হচ্ছিল ধারাবাহিকে। আর তাতে বিরক্ত হয়েছিলেন দর্শকেরা। আর তাইতো এবার সেরার সেরা স্থান থেকে বিদায় নিতে হল তাদের।

তাহলে প্রথম স্থানে কে রাজত্ব করছে তাই ভাবছেন নিশ্চই? চলতি সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛জগদ্ধাত্রী’ (Jagadhatri)। এই ধারাবাহিকের রেটিং ৮.০। খানিকটা নম্বর কমে দ্বিতীয় স্থানে রয়েছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। এই সিরিয়ালের রেটিং ৭.৯। ওদিকে দত্ত বাড়ির ঝামেলাও বেশ মনে ধরেছে নেটিজেনদের। আর তাইতো ৭.৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‛নিম ফুলের মধু’ (Neem Fuler Madhu) সিরিয়াল। চলুন তবে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।

১.জগদ্ধাত্রী (Jagaddhatri)-৮.০
২.অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)-৭.৯
৩.নিম ফুলের মধু (Neem Fuler Madhu)-৭.৮
৪.গৌরী এলো (Gouri Elo)-৭.৫
৫.পঞ্চমী (Panchami)-৬.৪
৬.রাঙা বউ (Ranga Bou)-৬.২
৭.বাংলা মিডিয়াম (Bangla Medium)-৫.৯
৮.খেলনা বাড়ি (Khelna Bari)-৫.৭
৯.মেয়েবেলা (Meyebela),
, হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)-৫.৬
১০.এক্কা দোক্কা (Ekka Dokka)-৫.৪

ওদিকে ‛মিঠাই’ (Mithai) বলুন বা ‛গাঁটছড়া’ (Gantchhora) কেউই কিন্তু কামাল দেখাতে পারছে না। এমনকি দুমাসের মধ্যেই বন্ধ হয়ে গেল কৌশিক-তৃনা (Koushik-Trina) জুটির ‛বালিঝড়’ (Balijhor)। আগামী সপ্তাহ থেকে সেই জায়গায় ঢুকলো ‛রামপ্রসাদ’ (Ramprasad)। বরাবরই সব্যসাচীর (Sabyasachi Chowdhury) কাজ পছন্দ করে এসেছেন ভক্তরা। এবার দেখার পালা তার নতুন কাজ কতটা মনজয় করতে পারে দর্শকদের। ঐন্দ্রিলা (Aindrila Sharma) চলে যাওয়ার পর এটাই সব্যসাচীর প্রথম কাজ।