জলে মুখ চুবিয়ে মাতঙ্গি মায়ের আসল রুপ সামনে আনলো পর্না, দেখে হাঁ সৃজন, জমে উঠেছে ‘নিম ফুলের মধু’

অবশেষে মৌমিতার রহস্য ফাঁস করলো পর্ণা! প্রকাশ্যে এলো মাতঙ্গি মায়ের আসল পরিচয়। এই মুহূর্তে জি বাংলার পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক হল ‛নিম ফুলের মধু’। পর্ণা-সৃজনের কেমিস্ট্রি ইতিমধ্যেই মনজয় করেছে নেটিজেনদের। ধারাবাহিকে পর্ণার চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। সৃজনের চরিত্রে রয়েছেন রুবেল দাস (Rubel Das)। প্রথম দিন থেকেই সমাজের একটি দিক উঠে আসছে এই ধারাবাহিকে।
ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বিয়ে করে শশুর বাড়িতে আসার পর থেকেই শশুর বাড়ির কিছু সদস্য তার পায়ে শিকল পড়ানোর চেষ্টা করছে। যদিও পর্ণা হাল ছাড়ার পাত্রী নয়। সেও পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরোনো ধ্যান ধারণা ভাঙার। আর সেই কারণে তাকে নানান চড়াই উতরাই পথ পেরোতে হচ্ছে। আর সেই রাস্তা তৈরি করছে পর্ণার শাশুড়ি নিজেই।
বাড়ির বড় বৌ মৌমিতার সঙ্গে হাত মিলিয়ে পর্ণাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য একেবারে উঠে পরে লেগেছে। আর তাইতো মৌমিতা মাতঙ্গি মায়ের বেশে নানান কথা বলে। আর সেই মতো সৃজনের মাও কান্নাকাটি করে সৃজনের মন গলিয়ে দেয়। এমনকি এক মন্দিরে তিন্নির সঙ্গে সৃজনের বিয়ের আয়োজন করে। কিন্তু পর্ণা থাকতে তা কি করে হয়! আর তাইতো সেও কপালে সিঁদুর মেখে রুদ্রাক্ষের মালা নিয়ে চলে এসেছে বিয়ে আটকাতে।
একেবারে সিঁদুর দানের মুহূর্তেই হাজির হয় পর্ণা। মাতঙ্গি মায়ের আসল রূপ প্রকাশ করতে সে ঝাঁটা হাতে তাড়া করে। অবশেষে জলে মুখ চুবিয়ে ধরে মৌমিতার। আর প্রকাশ্যে আসে মাতঙ্গি মায়ের আসল রূপ। মাতঙ্গি মায়ের বেশে নিজের বড় বৌদিকে দেখে তো একেবারে অবাক সৃজন। এমনকি তিন্নি সহ, সৃজনের মা, দাদা সকলেই তো হতভম্ব হয়ে যায়। আসলে এই কাজে তো তারা সকলেই জড়িত।
আর এই ভিডিও প্রকাশ্যে আসামাত্রই রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛সৃজনের মাকে আগে জেলে দেওয়া উচিত’। আবার কেউ পর্ণার প্রতিবাদ দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। আবার অনেকেই হাসির ইমোজি দিয়েছেন। এসবের পর আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।