Mithai Promo: দোষীদের শাস্তি দিতে ফিরে এলো মিঠাই! ধারাবাহিকের নতুন প্রোমো নিয়ে তুমুল উত্তেজনা দর্শকমহলে

সব রহস্যের সমাধান করে দোষীদের শাস্তি দিতে ফিরে এলো মিঠাই। প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। অবাক নেটিজেনরা। গত মাসেই স্লট চেঞ্জ করে প্রাইম টাইমের বদলে সন্ধ্যে ৬ টার স্লটে দেখা মিলছে এই ধারাবাহিকের। একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা ধরে রেখেছিল ‛মিঠাই’ সিরিয়াল। এরপর টিআরপি কমতেই চ্যানেলের পক্ষ থেকে স্লট বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। যা নিয়ে প্রথম দিকে বেশ উত্তেজনা দেখা গিয়েছিল ভক্ত মহলে।
কিন্তু সময়ের সঙ্গে সবটাই মেনে নিয়েছেন সকলে। নতুন সময়েই তারা আপন করে নিয়েছেন তাদের প্রিয় মিঠাইকে। তবে, টিআরপি কমলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তায় কিন্তু ভাঁটা পড়েনি। বরং এই ধারাবাহিকের ফ্যানবেস বাকি আর পাঁচটা ধারাবাহিকের চেয়ে বেশিই বলা চলে। মিঠাই মারা যাওয়ার পর গল্পে এসেছে অনেক বদল। শ্রী, দিদিয়া এদের বয়সে এসেছে ফারাক। সিড যোগ দিয়েছে পুলিশে। আর তার একটাই কারণ সেটি হল মিঠাইয়ের খুনিদের শাস্তি দেওয়া।
শুধু তাই নয় ওদিকে মিঠাই ও সিডের ছেলে শাক্যও অনেকটা বড় হয়েছে। আর তারই গৃহ শিক্ষিকা হিসেবে বাড়িতে হাজির হয়েছে মিঠি। যাকে কিনা একেবারে মিঠাইয়ের মতো দেখতে। বর্তমানে মিঠি ও শাক্যকে নিয়ে এগিয়ে চলেছে গল্পের ট্র্যাক। তবে, এই গল্পের মাঝেই মিঠির সঙ্গে বিয়ে হয় সিডের। যদিও সিড এই বিয়ে মানতে কিছুতেই রাজি নয়। কেননা সে শুধুমাত্র মিঠাইকে ভালোবাসে।
সম্প্রতি এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। আর যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল ওই প্রমোতে দেখা যাচ্ছে যে, সিড মনখারাপ করে একপ্রকার হতাশ হয়ে মিঠাইয়ের মৃত্যুর স্থানে এসে হাজির হয়েছে। আর বলছে যে, এইখানেই তোমাকে হারিয়েছি মিঠাই। আমাকে ক্ষমা করো। আমি তোমার মৃত্যু রহস্যের সমাধান করতে পারলাম না। আর তখনই হঠাৎই সিডের সামনে এসে হাজির হয় মিঠাই। সিডকে বলে এইবার সব রহস্যের সমাধান হবে উচ্ছেবাবু।
মিঠাইকে দেখে দর্শকদের পাশাপাশি সিডও চমকে যায়। তাহলে কি সত্যিই মিঠাই মারা যায়নি? এই সবকিছু জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। সম্প্রতি মিঠাইয়ের নতুন প্রোমো ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।