Entertainment

Balijhor : একসাথে জুটি বেঁধে পর্দায় শান্টু-খুকুমণি! বন্ধের মুখে ‘বালিঝড়’?

Advertisement
Advertisements

Balijhor : নতুনের পথে পুরাতন কখনই বাঁধা সৃষ্টি করে না। বরাবরই নতুন আসলে পুরোনোকে জায়গা ছেড়েই দিতে হয়। আর এটাই কালের নিয়ম। আর সেই কালের নিয়মের গুঞ্জন উঠেছে যে, তাহলে কি এবার বন্ধের মুখে পড়তে চলেছে স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‛বালিঝড়’? (Balijhor) কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ কেন এলো তাই ভাবছেন নিশ্চই? সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে, শীগ্রই নাকি স্টার জলসার পর্দায় বেশ কিছু বদল আসবে।

Balijhor : একসাথে জুটি বেঁধে পর্দায় শান্টু-খুকুমণি! বন্ধের মুখে 'বালিঝড়'?

সকলেই জানেন নিশ্চই যে, ইতিমধ্যেই ‛রামপ্রসাদ(Ramprosad)-এর সম্পচারের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। সন্ধ্যা ৬ টার স্লটে অর্থাৎ ‛বালিঝড়’ (Balijhor)-এর সময়ে দেখা যাবে সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) এই ক্যামব্যাক মেগা। তাহলে বালিঝড় কখন দেখা যাবে তাই নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহলের শেষ নেই। সেক্ষেত্রে দুরকমের কথা শোনা যাচ্ছে। এক হল ৫.৩০ স্লটে আসবে বালিঝড়। ‛গুড্ডি’ (Guddi) যে শেষ হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তাই সেই স্লটেই নাকি আসবে তৃনা-কৌশিক ও ইন্দ্রাশিস (Trina-Koushik-Indrasish) জুটির বালিঝড় (Balijhor)

Balijhor : একসাথে জুটি বেঁধে পর্দায় শান্টু-খুকুমণি! বন্ধের মুখে 'বালিঝড়'?

Balijhor is going to off air?

তবে, আবার কেউ কেউ বলছে যে, বালিঝড় (Balijhor) নাকি বন্ধ হয়ে যেতে পারে। কেননা টিআরপি তালিকায় একেবারে জায়গা পাচ্ছেনা এই সিরিয়াল। আর তাই এই সিরিয়াল নিয়ে একেবারেই খুশি নয় চ্যানেল কর্তৃপক্ষ। ওদিকে রামপ্রসাদ-এর স্লট নিয়ে বেশ চিন্তায় ছিলেন ‛খড়িদ্ধি’ ভক্তরা। তবে, এসবের মাঝেই শোনা যাচ্ছে যে, সৈয়দ আরোফিন (Syed Arefin) ও দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) অর্থাৎ শান্টু ও খুকুমনি নাকি একসঙ্গে জুটি বেঁধে পর্দায় আসবেন।

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)

‛অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর নতুন মেগায় নাকি একসঙ্গে জুটি বেঁধে তাদের কাজ করতে দেখা যাবে। আর তখন ‛গাঁটছড়া’ বন্ধ হতে পারে বলে অনুমান অনেকেরই। এছাড়াও নাকি স্টার জলসার পর্দায় ‛এসভিএফ’-এর তরফ থেকে নাকি নতুন শো আসবে। তবে, বর্তমানে আইপিলের মরসুমে ‛রামপ্রসাদ’ ছাড়া আর কোনো মেগাই যে পর্দায় আসবে না তা অনুমান করা যায়। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কোন মেগা বন্ধ হবে আর কেই বা রাজত্ব করে যাবে পর্দায় সেটাই এখন দেখার।