সুখে দুখে মিষ্টি মুখে ৬০০ এপিসোড পার করলো মিঠাই! এই সিরিয়াল যেন কোনোদিন শেষ না হয়, অনুরোধ অনুরাগীদের

‛মিঠাই’ (Mithai) সিরিয়াল পূর্ন করলো ৬০০ এপিসোড। আনন্দে আত্মহারা ভক্তরা। এই মুহূর্তে দাঁড়িয়ে জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’। ২০২১ সালের ৪ জানুয়ারি পর্দায় এসেছিল এই ধারাবাহিক। তারপর ধীরে ধীরে মনজয় করে নিয়েছে ভক্তদের। এখনও পর্যন্ত মোট ৫৬ বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালের নায়ক নায়িকা অর্থাৎ সৌমিতৃষা (Soumitrisha Kundu) ও আদৃত (Adrit Roy) দুজনেই দর্শকদের খুব পছন্দের।
পাশাপাশি ধারাবাহিকে বাকি চরিত্র গুলিও বেশ জনপ্রিয়। মিঠাই রানী সঙ্গে তার উচ্ছেবাবুর জুটি একেবারে জমজমাট। সম্প্রতি দেখতে দেখতে এই মিঠাই ধারাবাহিক পূর্ন করলো ৬০০ পর্ব। আর সেকথা জানালেন ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে মিঠাই রানী ও উচ্ছে বাবুকে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন।
শ্যুটিংয়ের ফাঁকে তোলা ওই ছবি পোস্ট করে পরিচালক মশাই লিখেছেন যে, ‛আজকে মিঠাইয়ের ৬০০ এপিসোড। আশীর্বাদ করবেন এভাবেই যেন আরও অনেক দিন ধরে আপনাদের আনন্দ দিতে পারি’। কিছুদিন আগেই মিঠাই র সেটে ধুমধাম করে ৫০০ এপিসোড সেলিব্রেট হয়েছে। আর এবার ৬০০ এপিসোড পূর্ন হওয়ায় বড়সড় করে সেলিব্রেট না হলেও কিছু একটা যে হবে তা আশা করা যায়।
View this post on Instagram
এই ধারাবাহিক নিয়ে দর্শকদের প্রচুর প্রত্যাশা। আর তাইতো এই সিরিয়ালের পান থেকে চুন খোসলে সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। দর্শকদের ইচ্ছে এই ধারাবাহিক যেন কখনও শেষ না হয়। এই মুহূর্তে চরম সংকটে মোদক পরিবার। ওমির মৃত্যুর পর মনোহরায় সাময়িক শান্তি ফিরে এসেছিল। কিন্তু ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে আসে দাদা আদিত্য। কাউন্সিলর প্রমিলা লাহার সঙ্গে যোগ দিয়ে সে এখন মোদক পরিবারের ক্ষতির খেলায় মেতেছে। তবে, মিঠাই রানী কিভাবে তার পরিবারকে বাঁচাবে সেটাই এখন দেখার।