‘ইন্ডিয়ান আইডল’-র ড্রিম ফিনালেতে নেচে গেয়ে মঞ্চ মাতাবেন বঙ্গতনয়া বিদিপ্তা, রইলো কিছু ঝলক

এবার ‛ড্রিম ফিনালে’-র মঞ্চে একেরপর এক গানের সঙ্গে মিলিয়ে একেরপর এক লুকে ধরা দেবে বিদীপ্তা (Bidipta)! প্রকাশ্যে তারই ঝলক। বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে একটি হল ‛ইন্ডিয়ান আইডল’। আর এই শোয়ের হাত ধরে প্রতিবছর কত কত প্রতিভা যে উঠে আসে তা আশাকরি কাউকে বলে বোঝানোর নেই। আর সেই শোয়েরই একজন প্রতিযোগী হলেন বিদীপ্তা।
View this post on Instagram
আশাকরি তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিচারক থেকে দর্শক মণ্ডলী সকলেই তার গানে মুগ্ধ। আর এবার তাকে দেখা গেল গানের মঞ্চেই চার চারটি লুকে। কখনও শ্রীদেবী, কখনও আলিয়া ভাট, কখনও মাধুরী দীক্ষিত আবার কখনও তাকে ঐশ্বর্য রায়ের লুকে দেখা যাচ্ছে। যেমন একেকটি লুক তেমনই একেকটি গান গাইতে তাকে দেখা যাচ্ছে।
View this post on Instagram
কখনও তাকে ‛Muqaddar Ka Sikandar’ সিনেমার জনপ্রিয় গান ‛Salame Ishq Meri Jaan’ গানটি গাইতে শোনা যাচ্ছে। সিনেমায় গানটি গেয়েছিলেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকর। এমনকি আবার কখনও তাকে ‛Hum Dil De Chuke Sanam’ সিনেমার ‛Nimbooda Nimbooda’ গানটি গাইতে শোনা যাচ্ছে। এই সিনেমায় গানটি গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি ও কার্ষণ সারঘাটিয়া।
View this post on Instagram
২ রা এপ্রিল ইন্ডিয়ান আইডলের ড্রিম ফিনালেতে দেখা যাবে এই পারফরম্যান্স। সোনি টিভির অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২০২০-২১ সিজেনের জি বাংলার ‛সারেগামাপা’-র একজন ফাইনালিস্ট ছিলেন বিদীপ্তা। সোদপুরের মেয়ে বিদীপ্তা মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। দিদিকে গান গাইতে দেখেই গানের প্রতি তার ভালোবাসা জন্মায়। এরপর ধীরে ধীরে গানের তালিম নিতে থাকে। বর্তমানে তার গানের গলায় মুগ্ধ সকলেই। এবার শুধু দেখার পালা আগামী দিনে বিদীপ্তার মাথায় সেরার সেরা মুকুট ওঠে কিনা।