Tiyasha Lepcha: শাড়ি ছেড়ে ছোট পোশাকে উদ্দাম নাচ ‘বাংলা মিডিয়াম’-এর শিক্ষিকার, তুমুল ভাইরাল ভিডিও

‛Shake Karaan’ গানে নেচে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী তিয়াশা লেপচা। বর্তমানে তাকে ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে ইন্দিরা নামের চরিত্রে দেখা যাচ্ছে। একদিকে কেরিয়ার আর অন্যদিকে নিজের লাইফ এই দুই নিয়ে বেজায় ব্যস্ত তিনি। আর তার মধ্যেই মাঝেমধ্যে ঝড় তোলেন রিল ভিডিওতে। বর্তমানে টেলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির একজন নায়িকা হলেন তিয়াশা (Tiyasha Lepcha)।
View this post on Instagram
একসময় জি বাংলার পর্দায় ‛কৃষ্ণকলি’ (Krishnakoli) ধারাবাহিক দিয়েই তার অভিনয় জীবনের হাতেখড়ি হয়েছিল। পর্দায় সহজ-সরল শ্যামবর্ণা এক গায়ের মেয়ের চরিত্রেই তার দেখা মিলেছিল। প্রথম সিরিয়াল দিয়েই তিনি করেছিলেন বাজিমাত। গোবরডাঙ্গার সাধারণ পরিবারের মেয়ে তিয়াশা। স্বামী সুবানের (Suban Roy) হাত ধরেই পা রেখেছিলেন গ্ল্যামার দুনিয়ায়।
View this post on Instagram
তারপর নিজের অভিনয় দক্ষতার জোরেই জায়গা করে নেন টলিউডের (Tollywood) অন্দরে। এখন সুবানের চেয়েও তার জনপ্রিয়তা বেশি বলা যায়। যদিও স্বামীর সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই তার। দুজনের সম্মিলিত মতে তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে। দুজনেই যে যার মতো কেরিয়ার নিয়ে ব্যস্ত। পাশাপাশি তিয়াশার (Tiyasha Lepcha)
নিজের একটি ইউটিউব চ্যানেলও (Youtube Channel) রয়েছে।
তবে, এরই মাঝে অনুরাগীদের মনোরঞ্জনের জন্য রিল ভিডিওতে ধরা দেন তিয়াশা (Tiyasha Lepcha)। সম্প্রতি এবার তাকে দেখা গেল ‛Shake Karaan’ গানে নাচতে। তার পরণে রয়েছে ফুলহাতা টপ ও স্কার্ট। খোলা চুলে প্রাকৃতিক পরিবেশের মাঝেই নিজের মতো করে নেচে চলেছেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করে তিয়াশা ক্যাপশনে লিখেছেন যে, ‛আমি আমার ভাইবস ডিসাইড করি’। সঙ্গে একটি ফানি ইমোজিও দিয়েছেন।
View this post on Instagram
অভিনেত্রীর ভিডিও (Video) ভাইরাল (Viral) হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛সুন্দর’। আবার কেউ লিখেছেন ‛কিউট’। কেউ আবার হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল তিয়াশার (Tiyasha Lepcha) এই ভিডিও।