পোশাকের ফাঁকে স্পষ্ট বক্ষভাঁজ, এই বয়সেও নেটদুনিয়ায় উষ্ণতার ঝড় তুলছেন স্বস্তিকা মুখার্জি

একজন জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল হিসেবে স্বস্তিকা মুখার্জীকে (Swastika Mukherjee) কেই না চেনে। অভিনেত্রীর পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় হল তিনি ভারতীয় জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে। তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। টেলিভিশন (Television) এর পর্দায় ‘দেবদাসী’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই তার অভিনয় জগতে পদার্পন হয়। এরপর ২০০১ সালে তিনি বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে জায়গা তৈরি করেন অভিনেত্রী।
View this post on Instagram
নিজের চেহারা ও লুক নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন স্বস্তিকা (Swastika Mukherjee) । আর সেই কারণে তাঁকে কম কটূক্তিও সহ্য করতে হয়না বৈকি। কিন্তু তিনি নিজের কাজে বরাবরই অবিচল। তাঁর লুক নিয়ে হোক বা পোশাক সবসময়ই তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। তিনি কোন কিছুকেই পাত্তা না দিয়ে এগিয়ে চলেছেন নিজের মতো।
View this post on Instagram
সম্প্রতি স্বস্তিকা (Swastika Mukherjee) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ছবি। যেখনে তাঁর পরনে রয়েছে লাল রঙের ওয়েস্টার্ন পোশাক। অফসোল্ডার এই পোশাকে স্পষ্ট স্বস্তিকার বক্ষ বিভাজিকা। শর্ট চুলে নিজের ভঙ্গিমায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। স্বস্তিকার এই ছবি দেখে চক্ষু ছানাবড়া হয়েছে নেটিজেনদের। এই বয়সে এসেও যেভাবে একের পর এক লুকে নজর কাড়েন অভিনেত্রী তা সত্যিই প্রশংসনীয়।
View this post on Instagram
ছবি শেয়ার করে স্বস্তিকা (Swastika Mukherjee) ক্যাপশনে লেখেন যে-‘শিফট ফ্রম মনডে টু মনডে’। স্বস্তিকার এই ছবিতে একের পর এক প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন যে-‘রেড হট’। কেউ আবার লিখেছেন যে-‘লুকিং গর্জিয়াস’। সবমিলিয়ে অভিনেত্রীর এই ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।