খোলা পিঠ উঁকি দিচ্ছে ক্লিভেজ, লাল শাড়িতে নেটিজেনদের নজর কাড়লেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি

খোলা পিঠ উন্মুক্ত ক্লিভেজ, লাল শাড়িতে হটবম্ব বঙ্গতনয়া পূজা। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলা টেলিভিশন (Television) তথা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি (Puja Banerjee)। ২০২০ সালে করোনা আবহেই সহ অভিনেতা কুণাল বর্মা র সঙ্গে আইনি ভাবে বিয়ে সারেন অভিনেত্রী। এরপর তাদের কোল জুড়ে আসে তাদের সন্তান কৃশিব। এরপর ছেলে খানিকটা বড় হতেই ধুমধাম করে বৈদিক মতে ২০২১ সালে বিয়ে সারেন এই তারকা জুটি।
View this post on Instagram
গোয়ায় ধুমধাম করে তাদের বিয়ের আসর বসেছিল। ছেলেকে সঙ্গে নিয়েই নিয়ম নীতি মেনে বিয়ে করেন পূজা – কুণাল (Puja – Kunal)। ছোট পর্দা হোক বা বড় পর্দা দুই জায়গাতেই সমান ভাবে সাফল্য পেয়েছেন পূজা। টলিউডে দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ ও মিঠুন পুত্র মহাক্ষয়ের বিপরীতে ‘রকি’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এছাড়া হিন্দি ধারাবাহিক ‘দেবন কি দেব মহাদেব’ এ পার্বতী ও ‘পাপ’ ওয়েব সিরিজে তার অভিনয় যথেষ্ঠ প্রশংসা পেয়েছে দর্শক মহলে।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ পূজা। মাঝে মধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন। তবে আগের পূজার সৌন্দর্য্যের চেয়ে এখনকার পূজার সৌন্দর্য্যে আরও দ্বিগুন। তার লাস্যময়ী ফিগার পুরুষদের রাতের ঘুম কাড়ছে নিমেষেই। সম্প্রতি পূজা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন দুটি ছবি।
View this post on Instagram
লাল শাড়ি সঙ্গে গোল্ডেন ব্লাউজে পূজার যৌবন যেন উপচে পড়ছে। ব্লাউজের মধ্যে থেকে সুপষ্ট বক্ষ বিভাজিকা। কানে গোল্ডেন ইয়ার রং। কানের দুলের সঙ্গে ম্যাচিং করে হাতে ফিঙ্গার রিং। খোলা চুলে কখনও ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে আবার কখনও ক্যামেরার সামনে পিঠ দিয়ে ছবি তুলেছেন। ছবি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। সম্প্রতি পূজার এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।