EntertainmentVideoViral Video

অবিকল দীপিকার স্টাইলে ‘বেশরম রং’ গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

টিকটক দেশ থেকে বিদায় নিতেই মানুষের প্রথম পছন্দের তালিকায় উঠে এসেছে ইউটিউব শর্ট ভিডিও। বর্তমানে মানুষ এতটাই ব্যস্ত যে সময় কম থাকার জন্য এই কয়েক সেকেন্ডের ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ কনটেন্ট দেখে নিতে চান। বলতেই হবে ইউটিউব (Youtube) শর্ট ভিডিওর এখন যা পরিস্থিতি তা যে কোনো মানুষের প্রতিভা বাইরে বের করে আনতে বাধ্য করে। তেমনই সম্প্রতি নতুন জনপ্রিয় গানে সবার প্রিয় স্নেহা বকলি নামের এক সুন্দরী যুবতীর নাচ হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল (Viral)।

অবিকল দীপিকার স্টাইলে 'বেশরম রং' গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

কোনো এক স্টুডিওর মধ্যে নয় বরং সমুদ্রের পাশে দাঁড়িয়ে তার এই নাচ হয়ে উঠেছে অসাধারণ। পাঠান সিনেমার জনপ্রিয় ‘বেশরম রং’ গানে নাচ করেছে স্নেহা। পরনে তার কালো রঙের হট প্যান্ট, মাল্টি কালার শর্ট ব্রালেট। সাথেই পর্যাপ্ত পরিমানে মেকআপ, লিপস্টিক, খোলা চুলে দারুন সুন্দর লাগে। নাচের মতোই তার লুকস ও দর্শকদের কাছে খুবই পছন্দ হয়েছে।

অবিকল দীপিকার স্টাইলে 'বেশরম রং' গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

হটনেসে যেন সেই গানের আসল নায়িকা দীপিকা পাডুকোন (Deepika Padukone) -র থেকেও কয়েকগুন এগিয়ে গেছে। নাচ দেখে মনেই হবে সে সম্পূর্ণ প্রশিক্ষন প্রাপ্ত। যে কারণে নাচের মধ্যেই তার এক্সপ্রেশন যেন একটা অন্য মাত্ৰা তৈরী করেছে। গানের হুক স্টেপ এত নিপুনভাবে করলো যা প্রশংসার বাদী রাখে। এই ছোট নাচের ভিডিওটি তৈরী করেছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘snehabakli’ মধ্যে দিয়ে।

এই শর্ট ভিডিও বর্তমানে লক্ষ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। সাথেই স্নেহার এমন হট ও সেক্সি লুকে মজেছে বিশেষ করে পুরুষেরা। লাইক ও কমেন্ট ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স। ইউটিউবে স্নেহার এক সে এক নাচের প্রচুর ভিডিও আছে যা আপনি অনায়েসেই দেখতে পাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই তার ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।