EntertainmentVideoViral Video

Viral : অবিকল দীপিকার স্টাইলে ‘Besharam Rang’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

‛বেশরম রং’ গানে দুর্দান্ত নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুন্দরী যুবতী। ‛পাঠান’ সিনেমার এই গান সুপার ডুপার হিট। এই সিনেমা হল ছেড়েছে বহুদিন হল কিন্তু তারপরেও আজও এই গান সকলের কাছে জনপ্রিয়। গানের একটি দৃশ্যে দীপিকাকে গেরুয়া রঙের ওয়ান পিসে দেখা গিয়েছে। আর শাহরুখের পরণে রয়েছে সবুজ রঙের জামা। এই দৃশ্যে দীপিকার (Deepika Padukone) সঙ্গে শাহরুখকে রোম্যান্স করতে দেখা গিয়েছে। আর সেই নিয়ে হুলুস্থুল কান্ডও বেঁধেছিল।

তবে এবার সেই গানেই নেচে তাক লাগালেন এক যুবতী। আজকালকার দিনে সাধারণ মানুষ হোক বা সেলিব্রেটি সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমেই মানুষ তাঁদের লুকানো প্রতিভাকে তুলে ধরে বিশ্বের দরবারে। সারাদিনের ক্লান্তির পর রিফ্রেশমেন্টই বলুন বা বিনোদন মানুষ হাত ধরে সোশ্যাল মিডিয়ার। আর তাই ‘৮ থেকে ৮০ সোশ্যাল মিডিয়া সকলে ভালোবাসি’ এটাই এখন মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে।

শুধুমাত্র বিনোদন বা প্রতিভা প্রদর্শনই নয় রোজগারেরও একটি মাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। আর তাইতো সকলেই কম বেশি যা কিছুই তুলে ধরেন এই সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ‛Anwita Sundaram‘ নামের এক যুবতীর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ওই যুবতীর পরণে রয়েছে গেরুয়া ও হলুদ কম্বিনেশনের একটি টপ ও সঙ্গে ওড়না দিয়ে বানানো স্কার্ট ও কালো রঙের প্যান্ট।

খোলা চুলে দুর্দান্ত ভঙ্গিমায় কোমরের কার্ভসে রীতিমতো ঝড় তুলেছেন ওই যুবতী। তার দুর্দান্ত নাচের মুভমেন্টে কুপোকাত হয়েছেন সকলেই। মাত্র ৫ মাস আগের শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যেই ২ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ৭ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখে অনেকেই আবার কমেন্টও করছেন। সম্প্রতি ওই যুবতীর নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।