Entertainment

Urfi Javed: ক্লিভেজ থেকে নাভি সবই দৃশ্যমান, বার্বি সেজে নিজের ‘Bold’ অবতার দেখালেন উরফি(VIDEO)

‘বার্বি’ (Barbie) জ্বরে পুরো বিশ্ব আক্রান্ত! গোলাপি রঙের পোশাক পরে ভক্তরা সিনেমা হলে ছুঁটে যাচ্ছেন ‘বার্বি’ দেখতে। এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী মার্গট রবি (Margot Robbie) ও রায়ান গসলিং (Rayan Gosling)। ‘বার্বি’ ঝড় প্রায় প্রত্যেক থিয়েটারেই শোরগোল সৃষ্টি করেছে। প্রায় প্রত্যেক ভক্তদের মুখে বর্তমানে শুধু ‘বার্বি’র নাম। এবার ‘বার্বি’ অবতারে ধরো দিলেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed) 

শুক্রবারে ‘বার্বি’ সেজে ইনস্টাগ্রামে এলেন উরফি জাভেদ। ওইদিন তিনি নিজ ইনস্টাগ্রাম আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তাঁকে নিজ ‘বার্বি’রূপ প্রদর্শন করতে দেখা যায়। বিগবস ওটিটি খ্যাত এই অভিনেত্রীকে ভিডিও ক্লিপটিতে রূপোলি রঙের ঝলমলে শর্টস পরে থাকতে দেখা যায়। তাঁকে এই পোশাকের সঙ্গে ম্যাচ করে মাথায় গোলাপি রঙের নকল চুল পরে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা যায়।

ভিডিওতে উরফিকে কখনও সোফায় শুয়ে, আবার কখনও সুইমিং পুলের জলে নেমে বডি ফ্লন্ট করতে দেখা যায়। উরফির শরীরের ঊর্ধ্বভাগে ছিল সরু ফিতের মতো পোশাক, বেশ খোলামেলা প্রকৃতির। এই পোশাকেই তাঁকে আত্মবিশ্বাসের সঙ্গে নানান রকমের পোজ দিতে দেখা যায়। রূপোলি রঙের ফিতেযুক্ত খোলামেলা প্রকৃতির এই পোশাকে তাঁর বক্ষদেশ ও পেট স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi Javed (@urf7i)

উরফির পোস্ট করা ভিডিওর ক্যাপশনের সঙ্গে একটা লাল রঙের হার্ট ইমোজি জুড়ে দিয়ে লেখা, “আসলেই একজন বার্বি”। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর এই বার্বি অবতারের প্রশংসা করেছেন। এক নেটিজেন লেখেন, “এই বার্বি থেকে আমি নজর ফেরাতে পারছি না”। অপর এক নেটিজেন লেখেন, “আপনি ভারতের প্রথম তারকা, যিনি এই ধরণের পোশাক পরার সাহস দেখাতে পারেন”। অন্যান্য নেটিজেনদেরও রেড হার্ট ইমোজি কমেন্ট করতে দেখা গেছে। লাল হার্টের ইমোজিতে ভরে যেতে দেখা যায় উরফি জাভেদের পোস্টের কমেন্ট বক্স।