×
Entertainment

নেশা করিয়ে হল ভিকির সঙ্গে ইন্দিরার বিয়ে, ‘পবিত্র বৈবাহিক বন্ধন নিয়ে নোংরামি হচ্ছে’! কটাক্ষ নেটিজেনের

মদ্যপ অবস্থায় বিয়ের পিঁড়িতে ‛বাংলা মিডিয়াম’-র (Bangla Medium) ইন্দিরা! দৃশ্য সামনে আসতেই কটাক্ষ নেটিজেনদের। সারাদিনের কাজকর্মের পর মা-ঠাকুমাদের বিনোদনের প্রধান একটি মাধ্যম হল সিরিয়াল। আর বাংলা সিরিয়াল মানেই গল্পের গোরু গাছে ওঠা। যা নতুন কিছু নয়। আর সেই নিয়ে নেটপাড়ায় কম চর্চা হয়না। যদিও তাতে কুচ পরোয়া নেই সিরিয়াল কর্তৃপক্ষের।

আর তাইতো কখনও ধারাবাহিকে উড়ন্ত সিঁদুর আবার কখনও উড়ন্ত মালা এসে পড়ে পাত্র-পাত্রীর গলায়। কিছু না কিছু কান্ড যেন লেগেই থাকে। তবে, মদ্যপ অবস্থায় বিয়ে! এযেন নতুন কান্ড। যা দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। এমন একেরপর এক উঠছে কটাক্ষের বন্যা। মতের অমিলে বিয়ে বাংলা ধারাবাহিকের প্রধান একটি বিষয়। কিন্তু বাড়ির বড়দের প্ররোচনায় মাতাল অবস্থায় বিয়ে এযেন নতুন।

এই বিষয়টি নিয়ে অনেকেই যেমন কটাক্ষ করেছেন তেমনই আবার রসিকতার সুরে অনেকেই বলেছেন যে, ‛যাক অন্তত এবার নতুন কিছু দেখা গেল’। তবে, এখানেই শেষ নয় বিয়ের দিনও দুটি বিনুনি করা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে ধারাবাহিককে। এমনকি অনেক দর্শকদের আবার বক্তব্য আবারও একটি মেয়ের লড়াইয়ের গল্প দেখানো হবে। একঘেঁয়েমি আর ভালো লাগছে না।

দর্শকদের বিনোদন দেওয়ার জন্য নির্মাতারা নানান ধরণের দৃশ্য তুলে ধরেন টিভির পর্দায়। কিন্তু অনেকসময় দেখা যায় সেই দৃশ্যের কারণে ট্রোল হতে হয় ধারাবাহিককে। সম্প্রতি ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের এই দৃশ্যই কটাক্ষের মুখে পড়েছে।