ঠাম্মির বুদ্ধিতে অবশেষে বিয়ের পিঁড়িতে বিক্রম-ইন্দিরা, ‘বাংলা মিডিয়াম’র নয়া প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা

কনে বেশে বিয়ের মণ্ডপে হাজির ইন্দিরা! তাহলে কি এবার সাত পাকে বাঁধা পড়বে ভিকি-ইন্দিরার জীবন? বিবাহ বিভ্রাটে টানটান উত্তেজনা ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। খুব কম সময় হল স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‛বাংলা মিডিয়াম’। আর এই সিরিয়ালের হাত ধরেই আবারও একবার টিভির পর্দায় ফিরে এসেছে জনপ্রিয় নীল-তিয়াশা (Neel-Tiyasha) জুটি।
‛কৃষ্ণকলি’ ধারাবাহিক থেকেই তাদের কেমিস্ট্রি বেশ পছন্দ করেছেন দর্শকেরা। আর এবারে নতুন রূপেও তাদের আগের মতোন করেই গ্রহণ করেছেন নেটিজেনরা। সম্প্রতি ধারাবাহিকের প্রথম পর্ব বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। একটা সময় ধারাবাহিকের প্রোমো ব্যাপক ট্রোলের মুখে পড়েছিল। তবে, বর্তমানে সেই ধারাবাহিকের পর্ব টেলিকাস্ট হতেই দর্শকেরা ভরাচ্ছেন প্রশংসায়।
ধারাবাহিকের গল্প অনুযায়ী গ্রামের মেয়ে ইন্দিরা বাংলা মিডিয়ামে পড়ে বলে বিয়ে ভেস্তে দেয় বর মশাই। আর সেই বর হল ভিকি। সেই শোকে মারা যায় ইন্দিরার বাবা। এরপরই শহরের নামকরা স্কুলে চাকরির পরীক্ষা দিতে হাজির হয় সে। আর সেখানেই বাকি সকলের সঙ্গে ইন্টারভিউ টেবিলে হাজির থাকেন গল্পের নায়ক। সেখানেই তাদের প্রথম দেখা হয়। শুরু থেকেই বাংলা ও ইংরেজি নিয়ে বেশ রেষারেষিও দেখা যায়। আর যা বেশ উপভোগ করছেন দর্শকেরা।
সাম্প্রতিক প্রমোতে দেখা যাচ্ছে যে, ভিকির সঙ্গে পামেলার বিয়ের দিন এসে উপস্থিত। আর সেখানে খেটে খেটে হয়রান ইন্দিরা। আর তখনই তার ক্লান্তি কাটাতে হাতে জুসের গ্লাস তুলে দেয় ভিকির ঠাম্মি। সঙ্গে সঙ্গে নেশায় মাথা টুলতে থাকে ইন্দিরার। এরপর বাড়ির কয়েকজনের সাহায্য নিয়ে বধূ বেশে ঘোমটা মাথায় ইন্দিরাকে বিয়ের মণ্ডপে হাজির করায়। আর ওদিকে পামেলা তো পুরো আউট। তার কোনো হুঁশ নেই।
ভিকি ও ইন্দিরাকে এক করার জন্য এককথায় ইন্দারাকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য এসব করছে ঠাম্মি। এবার শুধু দেখার পালা অবশেষে কি ভিকি ও ইন্দিরার বিয়ে হবে? তা দেখা যাবে আগামী পর্বগুলোতে।