Entertainment

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমার সেই ছোট্ট মুন্নি এখন ‘হট বম্ব’, দেখলে রাতের ঘুম উড়বে

ভারতে হারিয়ে যাওয়া একরত্তি মুন্নিকে তাঁর বাড়ি পাকিস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলো পবন। এটি কোন সিনেমার দৃশ্য বলছি বুঝতে পারছেন নিশ্চই? হ্যাঁ এটি হল ‘বজরঙ্গি ভাইজান‘-এর গল্প। সরল সাদাসিধে পবন ওরফে বজরঙ্গি নিজের জীবন বাজি রেখেও মুক-বধির মুন্নিকে তাঁর নিজের দেশে ফেরাতে দুবার ভাবেনি। ভিন্ন ঘরানার এই বলিউড (Bollywood) ছবি ব্যাপকভাবে মন ছুঁয়েছিল দর্শকদের।

কবীর খান (Kabir Khan) পরিচালিত এই ছবি দেখে রীতিমতো চোখে জল এসেছিল সকলেরই। ভাইজানের চরিত্রে যেমন অভিনয় করেছিলেন সালমান খান (Salman Khan)। ঠিক তেমনই মুন্নির চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন শিশুশিল্পী হর্ষালি মালহোত্রা (Harshaali Malhotra)। সিনেমায় তার সৌন্দর্য্যে সহ সহজ সরল অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। তার অভিনয় দেখে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। তবে, সেই হর্ষালি এখন ছোটটি নেই। সে এখন রীতিমতো যুবতী।

মাত্র ৭ বছর বয়সে এই ছবিতে অভিনয় করেছিলেন হর্ষালি (Harshaali Malhotra)। ছবি মুক্তির পর কেটে গিয়েছে ৮ বছর। বর্তমানে তার ১৫ বছর বয়স। এখন তাকে সিনেমার পর্দায় দেখা না গেলেও একাধিক ছবি ও নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) আপলোড করে অনুরাগীদের সঙ্গে টাচে থাকেন। বজরঙ্গি ছবির পর হর্ষালিকে ‛কবুল হ্যায়’, ‛লউট আও তৃষা’ মতো ধারাবাহিকে দেখা গিয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনের জন্য ফটোশ্যুট করতেও দেখা গিয়েছে তাকে। তবে, অনেকেই তাকে দেখে চিনতে পারেন না।

তবে, ছোট্ট মুন্নি (Munni) আগের চেয়ে যথেষ্ট স্মার্টও হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক এক্টিভ হর্ষালি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তার পরণে রয়েছে কালো রঙের হাইনেক বডিকন ড্রেস। পায়ে ম্যাচিং করে কালো রঙের হান্টার সু পড়েছেন। হালকা মেকআপ সহ ন্যুড লিপস্টিকে হাসিমুখে ধরা দিয়েছেন পর্দার মুন্নি। যথারীতি তার ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট হওয়া মাত্রই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।

কেউ লিখেছেন ‛অপরূপ সুন্দর’। আবার কেউ লিখেছেন ‛মিষ্টি’। কেউ আবার হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। আবার অনেকেই তার পর্দায় ফেরার অপেক্ষায় দিন গুনছেন। যদিও আপাতত পড়াশোনার দিকেই মন দিয়েছেন হর্ষালি। গুরুত্বপূর্ণ কোনো চরিত্র পেলে তবেই আবার তাকে বড়পর্দায় দেখা যাবে। আপাতত হর্ষালির (Harshaali Malhotra) এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।