Entertainment

স্বামীকে কাজের মেয়ের হাতে তুলে শ্বশুরের সঙ্গে বিছানায় বৌমা, বাচ্চারা দূরে থাকো এই ভিডিও থেকে

দিন যত এগোচ্ছে ততই যেন ওয়েব সিরিজ (Web Series) গুলির চাহিদা বাড়ছে হুড়হুড়িয়ে। আজকাল ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। আর সেই কারণেই মানুষজন খুব একটা হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না।

বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে।

‛ডিজি মুভিপ্লেক্স’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে একটি সিরিজের  রিলিজ করেছিল। যার নাম ‛বাবুজি ঘর পার হে পার্ট ২’। সিরিজটির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই সেটি দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছিল। এই সিরিজের প্রথম পর্বটি বেশ নজর কেড়েছিল দর্শকদের। সেইভাবে দ্বিতীয় পর্বটিও বেশ আকর্ষণীয় হয়েছে। কিন্তু গল্পটি কি তা জানেন কি?

গল্প অনুযায়ী একটি বাড়িতে একজন বিবাহিত মহিলা, তার স্বামী ও অন্ধ শশুরকে নিয়ে থাকেন। আর সেই শশুরের সঙ্গেই কাজের মেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়। যা তার বৌমা দেখে ফেলেন। এরপর এই ওয়েবসিরিজে উঠে আসে অনেক বিছানার দৃশ্য। এই সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধিমা তিওয়ারি ও রুখস খানদাগালোকে। দুজনেই খুব ভালো দক্ষ অভিনেত্রী। আপনি চাইলেই এবার এই ওয়েবসিরিজটি দেখতে পারেন। তবে, বাচ্চা ও বড়দের সামনে ভুলেও এই ওয়েবসিরিজটি দেখবেন না।