×
EntertainmentVideoViral Video

পাঠান ছবির ট্রেন্ডিং গানে তীব্র শরীরী মোচড়ে উদ্দাম নাচ হট বম্ব ববিতা জির, তুমুল ভাইরাল ভিডিও

পাঠান (Pathan) জ্বরে কাবু গোটা দেশ। সিনেমা রিলিজের দুই সপ্তাহ হয়ে গেলেও এখনও পর্যন্ত হলমুখী দর্শক। সবাই যখন ‘ঝুমে জো পাঠান’ গানে হুক স্টেপ করতে ব্যস্ত তাহলে বাদ যাবেন কেন ববিতা জি। ওমা আপনি ববিতা জিকে চিনতে পারলেন না? ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ ধারাবাহিকের বিখ্যাত ববিতা জি। এবার নিশ্চয়ই মনে পড়ছে।

তার আসল নাম মুনমুন দত্ত (Munmun Dutta)। মূলত কমেডি অভিনয়ের মাধ্যমেই তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এখন সোশ্যাল মিডিয়াতে মুনমুনের অবাধ ফ্যান ফলোইং আছে। তাই এবার সেখানেই পাঠান সিনেমার টাইটেল ট্রাকে ব্যাপক নাচতে দেখা গেল অভিনেত্রীকে। ভিডিওর শুরুতেই এক অন্য ধরণের মনোভাব নিয়ে হেঁটে ক্যামেরার দিকে আসলেন।

তবে গানের আসল জায়গায় কিন্তু হুক স্টেপ করতে ছাড়েননি মুনমুন। নাচের সাথেই তার এক্সপ্রেশন ছিল চরম। যে কারণে মুহূর্তের মধ্যেই এই নাচ ভাইরাল হয়ে উঠেছে। পরনে তার ফ্লোরাল প্রিন্টেড টপ ও ডেনিম। সাথেই হাই আঙ্কেল বুট, খোলা চুল ও হালকা মেকআপ রেখেছেন তিনি। ইতিমধ্যেই ২.৮ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে।

কেউ লিখেছেন -‘তুমিই দীপিকা কেউ পিছনে ফেলে দিয়েছো’। দ্বিতীয়জন লিখেছেন -‘জাস্ট কোনো কথা হবে না’। দীপিকার মতো করেই কিন্তু তিনি এই ভিডিওর জন্য নিজেকে তৈরী করেছিলেন। আর অনুরাগীরা কার্যত খুবই ভালোবেসেছেন এই ভিডিও। উল্লেখ্য, মুনমুনের ইনস্টাগ্রাম একাউন্টে ৭.৫ মিলিয়ন ফলোয়ার্স আছে। সেই কারণে আয়েদিন ফটো কিংবা ভিডিও তিনি দিতেই থাকেন।