ইন্টারনেটে রিলিজ হল বাবা রাঞ্চোর ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

‘মামী নম্বর ১’ ও ‘রজনী কান্দ’ সিরিজের পরে আবারো ফেমাস বাবা ফিরে এসেছে তার নতুন অবতারে। সিনেপ্রাইম অ্যাপের মাধ্যমে ‘বাবা রাঞ্চো’ সিরিজের প্রথম দুটো পর্ব নিশ্চয়ই দেখেছেন আপনারা। এবার সামনে আসলো ‘বাবা রাঞ্চো ৩.০’ (Baba Rancho 3.0)। আজই সিনে প্রাইম অ্যাপের মাধ্যমে রিলিজ করছে বিখ্যাত এই সিরিজ। তবে দেখার আগে আমাদের প্রতিবেদনের সাহায্যে খুঁটিনাটি জেনে যান।
গল্প অনুযায়ী, ফেক বাবা রাঞ্চো মানুষের মন বাসনা পূরণ করে। তাকে সবাই ভগবানের দূত ভাবেন। তবে পুরোটাই যে ফেক তা রাত হলেই বোঝা যায়। প্রতিদিন নতুন নতুন মহিলাদের সাথে সে শারীরিক সম্পর্ক তৈরী করেন। এই পর্বেও তার শারীরিক লীলা খেলা দেখা যাবে। আগের সিজন গুলি ছিল হিট যা স্বাভাবতই এই সিজন হিট হবে বলে আসা করা যায়।
দুটি এপিসোডের এই নতুন সিজন হতে চলেছে উষ্ণতায় ভরপুর। বাবা রাঞ্চো মহিলাদের সাথে যে যৌনতায় পৌঁছাবে তা অন ক্যামেরায় দেখলেই ঘাম ঝরবে সাধারণ মানুষের। তবে এই সিরিজ দেখার আগে অবশ্যই আপনাকে সিনেপ্রাইম অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে। নাহলে কিন্তু কোনো মতেই দেখতে পাবেন না। সম্পূর্ণ সিরিজটি ১৮ বছরের উর্দ্ধে বয়সীদের জন্য তাই কোনোমতেই বাচ্চাদের সামনে দেখবেন না।