×
Entertainment

ইন্টারনেটে রিলিজ হল আয়েশা কাপুরের নতুন ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে ক্লিক করবেন না

প্রাইমপ্লে অ্যাপের মাধ্যমে আবারো রিলিজ হলো দুর্দান্ত সিরিজ ‘লাভ জুগার’ (Love Jugad)। একের পর এক ঘাম ঝরানো সিরিজ কিন্তু প্রতিনিয়ত রিলিজ হচ্ছে সেখানে। তবে সবথেকে উল্লেখ্য অ্যাডাল্ট সিরিজের অভিনেত্রী আয়েশা কাপুর (Ayesha Kapoor) এখানে অভিনয় করেছেন। আর তার সিরিজে থাকা মানেই কতটা উষ্ণতায় পরিপূর্ণ হবে সিনগুলি তা বলার অপেক্ষা রাখে না। ইউটিউবের মাধ্যমে ট্রেলার সামনে এসেছিল আগেই। সেখান থেকেই দেখা সম্ভব হচ্ছে যে ঠিক কতটা উষ্ণতা দায়ক ও ঘাম ঝরানো হতে চলেছে এই সিরিজ। আয়েশা ছাড়াও সিরিজে অভিনয় করবে Khushi Khan, Surbhi Mittal, Shejal Vishwakarma।

গল্প অনুযায়ী সিরিজে এক মহিলার খুন করে হত্যা করা হয়। এবার সেই খুনিকে ধরার জন্য বিভিন্ন গল্প উঠে আসবে তার মধ্যে। পুরোনো প্রেম, হিংসা এখানে দেখানো হবে। যার ফলে থাকবে কিছু নাম না দেওয়া শারীরিক সম্পর্কের সমীকরণ। সেই গল্পই তুলে ধরা হবে এই লাভ জুগার সিরিজের মধ্যে দিয়ে। গত ১২ ই অগাস্ট সিরিজটি রিলিজ হয়ে গেছে প্রাইমপ্লে অ্যাপের মাধ্যমে।

২ টি এপিসোডের এই সিরিজ সম্পূর্ণ হিন্দি ভাষায় রিলিজ করেছে যা অনায়েসেই দেখতে পারবেন আপনারা। আয়েশা কাপুর ও অন্যান্যরা তার শরীরের উষ্ণতার সাহায্যে কার্যত লজ্জার সব বাধ ভেঙে দিয়েছে। তার আগে অতি অবশ্যই অ্যাপের সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না যেন। একমাত্র সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এমন ঘাম ঝরানো সিরিজ। কিন্তু বাড়িতে বড়োদের কিংবা বাচ্চাদের সামনে ভুলেও ক্লিক করবেন না এই সিরিজে।

উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।