Entertainment

Dil Do web series On Primeshot: আয়েশা কাপুরের ঘাম ওয়েব সিরিজ এটি, কানে হেডফোন গুঁজে একা দেখুন

Dil Do web series On Primeshot: বর্তমানে অ্যাডাল্ট সিরিজ দেখার জন্য একাধিক অ্যাপ আছে। উল্লু, কোকু, ভুভি, অল্ট বালাজি সহ প্রচুর ওটিটি প্লাটফর্ম দেখা গেছে। তাদের মধ্যে থেকেই বেশ কিছু সিরিজ ইতি মধ্যেই দর্শকদের মন জয় করেছে। এই ধরণের সিরিজ কিন্তু একাকিত্ব ও একঘেয়ে জীবন থেকে স্বস্তি দিতে সক্ষম। এখন সিনেমার থেকেও এই সিরিজ গুলির চাহিদা সবথেকে বেশি। ঠিক তেমনই একটি অনলাইন সাইট হলো Primeshot। নিশ্চয়ই এর সম্পর্কে আপনাদের আলাদা করে কিছু বলার দরকার হবে না। কতটা ঘাম ঝরানো হয় এই অ্যাপের সিরিজ তা আপনারা নিজেও জানেন। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাতে হাজির হয়েছি।

Web Series Name – দিল -দো (Dil Do)

Episode – এই সিরিজে একটি মাত্র সিজন ও একটি এপিসোড আপনারা দেখতে পাবেন।

Web Series Cast : মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আয়েশা কাপুর (Ayesha Kapoor), আরামন সান্ধু (Armaan Sandhu)

Streaming Platform – এই সিরিজ একমাত্র দেখা যাবে প্রাইমশট অ্যাপের মাধ্যমে। যা নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।

Web series Story – প্রাইম শটসের ওয়েব সিরিজ দিল-দো গল্পটি একটি মেয়ে এবং তার বন্ধুকে ঘিরে তৈরী হয়েছে। মেয়ে এবং তার বন্ধু নিজের দিদার বাড়িতে ঘুরতে যায়। যেখানে তার দিদা তার জন্য বিশেষ একটি জিনিস রেখেদিয়েছিল। মেয়েটির দিদার মৃত্যুর আগে তিনি কী লুকিয়ে রেখেছিলেন তা কাউকে বলে যাননি। সেই সময়ই সেই মেয়েটি তার এক বন্ধুর দ্বারা আকর্ষিত হয়। ধীরে ধীরে জানা যাবে সেই লুকিয়ে রাখা বস্তুটি আদতে কি।

Release Date- ২০২২ সালে এই সিরিজটি রিলিজ হয়েছিল।

How To Watch Dil-Do Web series – নিজের স্মার্ট ফোনে প্লে স্টোর থেকে প্রাইম শট অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এই মজাদার সিরিজটি।

Languages – এই সিরিজটি শুধুমাত্র হিন্দি ভাষায় রিলিজ করেছে।