ফুলশয্যার রাতে হাজবেন্ড কি ক্লান্ত হয়ে গেছে! গুড্ডিকে বলা অনুজের অশ্লীল সংলাপ শুনে চটে লাল দর্শকরা

‛ফুলশয্যার রাতে তোমায় হাজব্যান্ড তোমাকে ছেড়ে দিল? নাকি ক্লান্ত হয়ে গেছে?’ গুড্ডিকে প্রশ্ন অনুজের। ধারাবাহিকের এমন ডায়লগ শুনে নিন্দার ঝড় নেটমাধ্যমে। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার পর্দায় চলা অন্যতম চর্চিত সিরিয়াল হল ‛গুড্ডি’ (Guddi)। গল্পের শুরুটা বেশ সুন্দর ভাবেই করেছিলেন নির্মাতারা। আর তা হল পাহাড়ি এক মেয়ের পুলিশ হতে চাওয়ার স্বপ্ন। আর এই ইচ্ছে জেগেছিল দিদির হবু বর অনুজকে দেখে।
ভাগ্যক্রমে সেই দিদির বরই তার স্বামী হয়ে যায়। আর তারপর থেকে গল্প মোড় নেয় ত্রিকোণ প্রেমের কাহিনীতে। কখনও গুড্ডিকে অপমান করে দূরে সরিয়ে দেওয়া আবার কখনও সেই গুড্ডিকেই কাছে পেতে অনুজের নানান পাগলামি সবই উঠে এসেছে সিরিয়ালের একেরপর এক পর্বে। তবে, বর্তমানে সেই ত্রিকোণ প্রেম গিয়ে পৌঁছেছে চতুস্কোন প্রেমে।
ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে যুধাজিতের সঙ্গে বিয়ে হয়েছে গুড্ডির। যদিও সিঁদুর দানের পর্বে দেখা গেছে এক অবাক করা কান্ড। যুধাজিত নয় বরং গুড্ডি তাদের বাড়ির নিয়মের দোহাই দিয়ে নিজের হাত থেকেই নিজে সিঁদুর পড়েছে। আর যা দেখে স্বভাবতই ক্ষেপে গিয়েছিলেন দর্শকেরা। বিয়ের মতোন একটি সামাজিক স্বীকৃতি নিয়ে এভাবে ছেলেখেলা কিছুতেই মেনে নেননি নেটিজেনরা।
তবে, এবার ধারাবাহিকের আরও একটি পর্ব পড়লো রোষের মুখে। ফুলশয্যা নিয়ে অশ্লীল ডায়লগ শুনে একপ্রকার ক্ষেপে গিয়েছেন দর্শকেরা। ভাইরাল ওই পর্বে দেখা যাচ্ছে যে, ফুলশয্যার রাতে গুড্ডি ঘরের বাইরে বেরিয়ে আসে। আর তখন দেখতে পায় অনুজ আগে থেকেই গুড্ডির ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আর তারপর তাদের মধ্যে শুরু হয় কথোপকথন। একেরপর এক কথার মাঝে অনুজ গুড্ডিকে বলে ‛ফুলশয্যার রাতে তোমায় হাজব্যান্ড তোমাকে ছেড়ে দিল? নাকি ক্লান্ত হয়ে গেছে?’।
আর এই কথা শুনে গুড্ডিও ইতস্তত বোধ করে। এমনকি তাদের এই কথাবার্তা একদিকে শিরিন ও অন্যদিকে যুধাজিত দুজনেই শুনতে পায়। আর এই সংলাপ শোনার পর থেকে নেটিজেনরা বেজায় ক্ষেপেছেন। তাদের বক্তব্য এমন অশ্লীল সিরিয়াল পরিবারের সঙ্গে দেখা যায়না। তবে, দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নেয় সিরিয়ালের পর্ব।