×
Entertainment

ধারাবাহিকে এন্ট্রি নতুন নায়কের, প্রতীক ও সোনামনির কেমেস্ট্রি দেখে বেজায় খুশি দর্শকরা, জমে উঠেছে ‘এক্কা দোক্কা’

ফের একই পর্দায় প্রতীক-সোনামনি (Pratik-Sonamoni) জুটি। আনন্দে আত্মহারা দর্শকেরা। এবার থেকে এই সিরিয়াল দেখবো। এমনটাই মত অনেক নেটিজেনের। গত বছরের মাঝামাঝি সময় থেকে টিভির পর্দায় এসেছে নতুন ধারাবাহিক ‛এক্কা দোক্কা’। দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। আর এই ধারাবাহিকে হাত ধরে নতুন একটি জুটি উঠে এসেছে পর্দায়।

ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন ‛মোহর’ খ্যাত সোনামনি সাহা (Sonamoni Saha)। অন্যদিকে ‛পোখরাজ’-র চরিত্রে অভিনয় করছেন ‛শ্রীময়ী’ খ্যাত সপ্তর্ষি মৌলিক। (Saptarshi Moulik)। প্রথমদিকে দুজনের আধায়-কাঁচকলায় সম্পর্ক থাকলেও কখন যে কে কাকে মন দিয়ে ফেলে সেকথা কেউ জানে না। আর তাইতো অনেক ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে তাদের বিয়েটা হয়। তারপর পেরিয়ে যায় অনেক গুলো দিন।

ধারাবাহিকে এন্ট্রি নতুন নায়কের, প্রতীক ও সোনামনির কেমেস্ট্রি দেখে বেজায় খুশি দর্শকরা, জমে উঠেছে ‘এক্কা দোক্কা' -

বর্তমানে তাদের মধ্যে নানান ঝামেলার সৃষ্টি হয়েছে। আর সেই কারণে তারা আলাদাই রয়েছে। আর এসবেরর মাঝেই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে সকলের প্রিয় অভিনেতা প্রতীক সেন। এই সিরিয়ালে তাকে ডঃ অনির্বাণ গুহ নামের একটি চরিত্রে দেখা যাচ্ছে। ‛মোহর’ ধারাবাহিকে সোনামনি ও প্রতীকের জুটি বেশ প্রশংসা পেয়েছিল দর্শকমহলে। দর্শকেরা দ্বিতীয়বার অপেক্ষা করে ছিল তাদের আবারও একসঙ্গে দেখার জন্য। আর এবার সেই ইচ্ছে টাই পূরণ হল অনুরাগীদের।

ধারাবাহিকে এন্ট্রি নতুন নায়কের, প্রতীক ও সোনামনির কেমেস্ট্রি দেখে বেজায় খুশি দর্শকরা, জমে উঠেছে ‘এক্কা দোক্কা' -

সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে ‛এক্কা দোক্কা’-র একটি পর্বের ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, রাধিকা যেই হাসপাতালে ইন্টার্ন হয়ে এসেছে সেখানকারই একজন ডাক্তার হলেন প্রতীক ওরফে ডঃ অনির্বাণ গুহ। যে খানিকটা রাগী। রোগীকে একটি ওষুধ দেওয়া নিয়ে রাধিকা ও ডঃ গুহর মধ্যে মতবিরোধ হয়। যদিও অবশেষে রাধিকার বলা সেই ওষুধের নাম দেখতে রাজি হয় তিনি। এবার দেখার পালা আগামী দিনে রাধিকা ও ডঃ অনির্বাণ গুহর সম্পর্কের সমীকরন কোনদিকে মোড় নেয়।

সোনামনি ও প্রতীককে আবারও পর্দায় দেখে বেশ খুশি হয়েছে ভক্তরা। কেউ লিখেছেন যে, ‛সুপার এপিসোড’। আবার কেউ লিখেছেন ‛দুই শালিক’। কেউ আবার এদের দুস্টুমিষ্টি খুনসুটি দেখতে দারুন লাগে দেখতে বলে জানিয়েছেন।