×
EntertainmentViral Video

প্রথম পর্বেই বাজিমাত করলো নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিক, দেখে মুগ্ধ দর্শকরা

সদ্যই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‛বাংলা মিডিয়াম’। আর এই সিরিয়ালের হাত ধরেই আবারও একবার টিভির পর্দায় ফিরে এসেছে জনপ্রিয় নীল-তিয়াশা (Neel-Tiyasha) জুটি। ‛কৃষ্ণকলি’ ধারাবাহিক থেকেই তাদের কেমিস্ট্রি বেশ পছন্দ করেছেন দর্শকেরা। আর এবারে নতুন রূপেও তাদের আগের মতোন করেই গ্রহণ করেছেন নেটিজেনরা। সম্প্রতি ধারাবাহিকের প্রথম পর্ব প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে।

প্রথম পর্বেই বাজিমাত করলো নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম' ধারাবাহিক, দেখে মুগ্ধ দর্শকরা -

একটা সময় ধারাবাহিকের প্রোমো ব্যাপক ট্রোলের মুখে পড়েছিল। তবে, বর্তমানে সেই ধারাবাহিকের পর্ব টেলিকাস্ট হতেই দর্শকেরা ভরাচ্ছেন প্রশংসায়। ধারাবাহিকের গল্প অনুযায়ী গ্রামের মেয়ে ইন্দিরা বাংলা মিডিয়ামে পড়ে বলে বিয়ে ভেস্তে দেয় বর মশাই। আর সেই চিন্তায় মারা যায় ইন্দিরার বাবা। এরপরই শহরের নামকরা স্কুলে চাকরির পরীক্ষা দিতে হাজির হয় ইন্দিরা।

প্রথম পর্বেই বাজিমাত করলো নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম' ধারাবাহিক, দেখে মুগ্ধ দর্শকরা -

আর সেখানেই বাকি সকলের সঙ্গে ইন্টারভিউ টেবিলে হাজির থাকেন গল্পের নায়ক। সেখানেই তাদের প্রথম দেখা হয়। শুরু থেকেই বাংলা ও ইংরেজি নিয়ে বেশ রেষারেষিও দেখা যায়। আর যা বেশ উপভোগ করছেন দর্শকেরা। এবার শুধু দেখার পালা ঘরের মধ্যেই কিভাবে সালোকসংশ্লেষ বোঝায় ইন্দিরা। আর সেটা পারলেই শহরের এই নামী স্কুলে পড়ানোর পরীক্ষায় সে কিছুটা হলেও এগিয়ে থাকবে।

তবে, আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে তা বলবে আগামী দিনের পর্ব গুলি। কিন্তু প্রথম দিনের এপিসোড দেখেই একেবারে সিরিয়ালের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সবাই বলছেন ‛খুব সুন্দর’। তবে, এই সফলতা আগামী দিনে কতটা ধরে রাখতে পারবে এই ধারাবাহিক সেটাই এখন দেখার।