বাবার অনুরোধে শেষপর্যন্ত দীপাকে বাড়িতে নিয়ে এলো সূর্য! জানুন আসল ব্যাপারটা

Anurager Chhowa: অবশেষে বাবার অনুরোধে দীপাকে বাড়িতে ফিরিয়ে আনলো সূর্য! ফের একবার টানটান পর্বের মুখে ধারাবাহিক। সকলেই জানেন যে, হাসপাতালে গিয়ে দীপা জানতে পেরেছে যে, সে সেই রাতে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। আর এই কথা শুনে তো মাথায় হাত তার। কেননা তার কাছে তার একটাই সন্তান রয়েছে। আর সে হল রূপা। আর এই খবর দিতেই সে ছুটে আসে সূর্যর কাছে।
কিন্তু সেখান থেকে সে কোনো উত্তরই পায় না। ওদিকে মিশকা দীপাকে ভুল বুঝিয়েছে সে তার আরেকটি মেয়ে তার কাছে আছে। কিন্তু মেয়েকে ফেরত পেতে চাইলে তাকে সূর্যকে ডিভোর্স দিতে হবে। আর একথা শুনে তো কান্নায় ভেঙে পড়ে দীপা। আর তারই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে সোনাকে নিয়ে মিশকার বাড়িতে হাজির হয় সূর্য। আর তাই ডির্ভোস পেপারে সই করেনি দীপা। কিন্তু সে দিশেহারা স্বামী নাকি সন্তান কাকে সে আঁকড়ে ধরবে সেই প্রশ্নই তার মাথায় ঘুরছে।
আর এই সময় দীপার কাছে ফোন আসে সূর্যর বাবা অসুস্থ হয়ে পড়েছে। খানিকটা অসুস্থতা আর বাকিটা নাটক করে সূর্যর বাবা সূর্যের কাছে অনুরোধ করে যাতে দীপাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। দীপাকে না মানতে পারলেও অসুস্থ বাবার কথা কিছুতেই ফেলতে পারেনা সূর্য। অবশেষে দীপা ও রুপাকে নিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। আর তাতে তো খুশি সকলেই।
কিন্তু মিশকা নিজের মতো করে চেষ্টা চালিয়ে যায় কীভাবে দীপাকে দিয়ে ডিভোর্সের কাগজে সই করানো যায়। কিন্তু আগামী দিনে কি হবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সেই নিয়ে চিন্তিত সকলেই। অবশেষে কি মিশকার ষড়যন্ত্র ফাঁস হবে? সূর্য কি জানতে পারবে রূপা আসলে তারই সন্তান। আপাতত এই টানটান পর্বের মুখেই ধারাবাহিকের পর্ব।
তবে, প্রকাশ্যে আসা ধারাবাহিকের ভিডিও ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজ থেকে প্রকাশ করা হয়নি। ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে। তাই এই ভিডিওর সত্যতা ঠিক কতখানি তা এখনও অজানা। এখন শুধু দেখার পালা আগামী দিনে ধারাবাহিক কোনদিকে মোড় নেয়।