নতুন গানে বোল্ডনেসের সীমা ছাড়িয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন আশ্রমের ববিতা, দেখে ঘাম ছুটেছে দর্শকদের

‘আশ্রম’ সিরিজের ববিতাকে মনে আছে নিশ্চয়ই। ঘাম ঝরানো সেই সিরিজে অভিনয় করেছিলেন তৃধা চৌধুরী (Tridha Choudhury)। ঠিকই ধরেছেন বঙ্গতনয়া তৃধা বাংলা সিনেমার মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ করেন। কিন্তু সেসব অতীত। বলিউডে নামী দামি প্রজেক্টে তাঁকে একদন দেখা যাচ্ছে। পর পর আশ্রমের তিনটি সিজনেই মুখের থেকে শরীরের ভাঁজে নাম কিনেছেন তিনি। তবে সম্প্রতি আবারো একবার তৃধার নতুন মিউজিক ভিডিও হয়েছে বেজায় ভাইরাল (Viral)।
ত্রিধার গান ‘ধুয়া ধুয়া‘ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। মানুষ এই ভিডিওটি বারংবার দেখছে শুধুমাত্র তৃধার উদ্দেশ্যে। এই গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক নাক্কাশ আজিজ। এই গানে ত্রিধাকে দারুণ নাচতে দেখা গেছে। হট ও সেক্সি লুকে কার্যত মন গলিয়ে তুলেছে সকলের। গানটিতে অবশ্য দেখা গেছে প্রণব ভাতসের সঙ্গে ত্রিধার জুটি।
এই ভিডিওতেও তৃধাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন প্রণব। তবে এত সহজেই কি নায়িকা তাঁকে ধরা দেবেন। তা যদিও কোনোভাবেই সম্ভব নয়। জি মিউজিক কোম্পানির লেবেলে ভিডিওটি প্রকাশ পেয়েছিলো।
এখনও পর্যন্ত ১৩ দিনের মধ্যে ২১ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে। গানটি নিয়ে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। কাজের কথা বলতে গেলে তৃধা বন্দীদস্যু এবং শমশেরার মতো ছবিতে অভিনয় করেছেন। ২৭ লক্ষ মানুষ তাকে ইনস্টাগ্রামে ফলো করেন। এই বছরের শেষে ‘আশ্রম ৪’ আসতে পারে বলেও শোনা যাচ্ছে। আবারো একবার যে ববিতা সবার মনে রাজ করবে তা বলতে দ্বিধা নেই।