বাবার সঙ্গে দেখা করতে নিতে হতো অ্যাপয়েন্টমেন্ট, NCB জেরায় মুখ খুললেন Shahrukh পুত্র Aryan

নিজের বাবার সঙ্গে দেখা করতে নিতে হতো অ্যাপয়েন্টমেন্ট! NCB-র জেরায় এমনটাই জানিয়েছেন শাহরুখ (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। গত শনিবার মুম্বই থেকে গোয়াগামী এক ক্রুজে মাদক সহ ধরা পড়েন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে।

জানা যাচ্ছে ৭ অক্টোবর পর্যন্ত NCB দপ্তরে থাকতে হবে আরিয়ানকে। জিজ্ঞাসাবাদ এখনও জারি আছে। আরিয়ানের (Aryan Khan) হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে ইতিমধ্যেই বহু জায়গায় মাদকের খোঁজে তল্লাশি চালিয়েছে NCB কর্তারা। এখনও আরিয়ানকে লাগতে পারে জেরায়, তাই এখনও আটক কিং খান পুত্র।

জেরায় শাহরুখ (Shahrukh Khan) পুত্র আরিয়ান জানান, বাবা এতই ব্যস্ত যে তাঁর সঙ্গে দেখা করার জন্য কখনও কখনও তাঁর ম্যানেজার পূজার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো আরিয়ানকে। যেমন কি আপনারা জানেন কিং খান নানান কাজে ব্যস্ত থাকেন।

এমনকি নতুন বেশ কয়েকটি প্রোজেক্টে তিনি যুক্ত। তাই সময় একদমই পাননা শাহরুখ। সামনেই আসতে চলেছে শাহরুখের তিনটি ছবি। যার জন্য অনেক পরিশ্রম করেছেন শাহরুখ, এমনটাই জানান আরিয়ান। জেরায় আরিয়ান স্বীকার করে নেন যে গত ৪ বছর ধরে মাদক নিচ্ছেন তিনি।