হাঁটুর বয়সী শাহরুখ পুত্র আরিয়ানের সাথে প্রেম করছেন নোরা ফতেহি! ভাইরাল ছবি ঘিরে তুমুল জল্পনা নেটদুনিয়ায়

বলিউড (Bollywood) এমন একটা জায়গা যেখানে সবকিছুই
সম্ভব। বলিউডের দুনিয়ায় নিয়মিত প্রেম হয় এবং প্রেম ভাঙে। এইসব সম্পর্কে আসল জিনিস যতটা থাকুক না থাকুক তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা আর মাতামাতির কিন্তু কমতি নেই। নতুন প্রেমের গুঞ্জন কানে এলেই সাধারণ মানুষ সেসব নিয়ে মেরে ওঠে। সম্প্রতি শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) আর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি (Nora Fatehi) প্রেম করছেন বলে শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সম্প্রতি তাঁদের দুটি ছবি ভাইরাল (Viral) হয়েছে।
একটি রেডিট (Reddit) ইউজার সম্প্রতি বেশকিছু ছবি শেয়ার করেছেন। তাঁর শেয়ার করা এই ছবিগুলো থেকে এই প্রেমের কাহিনি জানা গেছে বলে মনে করা হচ্ছে। ওই রেডিট ব্যবহারকারীর প্রধান বক্তব্য আরিয়ান খান ও নোরা ফতেহি প্রেম করছেন। সত্যি মিথ্যে যাচাই না করেই নেটিজেনদের একাংশ এই নিয়ে আলোচনায় মেতে উঠেছেন।
ইংরেজি নববর্ষ উপলক্ষে করণ জোহর (Karan Johor), সুহানা খান (Suhana Khan), আরিয়ান খান, নোরা ফাতেহি সহ একাধিক তারকা দুবাই (Dubai) গিয়েছিলেন। সেখানে এক পার্টিতে তাঁদের একসঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে। এক মহিলা ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে নোরাকে। কিছুক্ষণ পরেই ওই মহিলাকে আরিয়ানের সঙ্গে দেখা যায়।
অনেকে এও বলছেন সম্প্রতি আরিয়ানের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে। একসঙ্গে ডিনার করেছেন তাঁরা। ইংরেজি নববর্ষ উদযাপন করার জন্য আরিয়ান দুবাইতে যে পার্টি দিয়েছিলেন সেখানেও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে যোগ দিয়েছিলেন নোরা ফাতেহি। অনেকে অবশ্য বলছেন এরকম সেলিব্রেটিরা করেই থাকেন, এটা আলাদা কিছুই নয়।