EntertainmentVideoViral Video
Bhojpuri Video : বন্ধ ঘরে বিছানার উপর নিধির সাথে রোমান্টিক মুডে আরবিন্দ আকেলা কাল্লু, দেখে ঘুম উড়েছে অনুগামীদের

সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নিত্যদিন দেখা যায় ভোজপুরি ইন্ডাস্ট্রির গান কিংবা সিনেমার বেশ কিছু ঝলক। আসলে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছুই। বদলে যায় প্রতিটি মানুষের পছন্দ-অপছন্দ।
আমাদের চারিপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা ভারতীয় ইন্ডাস্ট্রির সিনেমার তুলনায় বেশি পছন্দ করেন ভোজপুরি ইন্ডাস্ট্রির সিনেমাগুলি। সম্প্রতিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলো একটি গানের ভিডিও। সাধারণ মানুষকে বিনোদন জোগাতে জুটি বেঁধে হাজির আরবিন্দ কাল্লু (Arvind Kallu) এবং নিধি ঝাঁ (Nidhi Jha)।
- Song : Abhi To Pura Raat Baki Hai
- Cast : আরবিন্দ কাল্লু (Arvind Kallu) এবং নিধি ঝাঁ (Nidhi Jha)
- Singer : আরবিন্দ কাল্লু (Arvind Kallu) এবং প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)
- Story : ফাঁকা ঘরে নিধিকে একা পেয়ে ভরপুর রোম্যান্স শুরু করলেন আরবিন্দ। কখনো বাড়ির ব্যালকনিতে চলল রোম্যান্স তো কখনো আবার বিছানায় শুয়ে। গানের পরতে পরতে ধরা পরল একগুচ্ছ রোমান্টিক দৃশ্য। তবে কেবলমাত্র রোম্যান্স নয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে গানটি ভাইরাল হয়েছে সেই গানে অসাধারণ নৃত্য পরিবেশন করেছেন আরবিন্দ কাল্লু (Arvind Kallu) এবং নিধি ঝাঁ (Nidhi Jha)। সবমিলিয়ে বলা চলে, 6 মাসের পুরনো এই গান নতুন করে ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।
- YouTube Channel : ‘Bhojpuri Beats’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই ভিডিও।
- Views : 6 মাস পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 66 হাজার 585 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভিডিওটি পছন্দ হয়েছে 724 জনের।