EntertainmentVideoViral Video

বন্ধ ঘরে বিছানার উপর আরবিন্দ কল্লুর সাথে ঘনিষ্ট মুহূর্তে নিধি ঝাঁ, ভুলেও দেখবেন না বাচ্চাদের সামনে

Lahe Lahe Love Kijiye‘ গানে বিছানার উপর চরম রোম্যান্সে মাতলেন আরবিন্দ আকেলা কাল্লু ও নিধি ঝাঁ। মুহূর্তে ভাইরাল ভিডিও। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেশি। বলা চলে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকেও। আর তাইতো এই ইন্ডাস্ট্রিও বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই এখন হৈ হুল্লোড় পছন্দ করেন। ভোজপুরী গানগুলির মধ্যে সেটি পুরোদস্তুর রয়েছে। আগে বহু মানুষই ছিলেন যারা কিনা ভোজপুরী ইন্ডাস্ট্রির অভিনেতা ও অভিনেত্রীদের চিনতেন না। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দৌলতে তাদের পরিচিতি বেড়েছে বহুগুণ।

  • Song: Lahe Lahe Love Kijiye
  • Cast: আরবিন্দ আকেলা কাল্লু (Arvind Akela Kallu) ও নিধি ঝাঁ (Nidhi Jha)
  • Singer: Arvind Akela Kallu, Priyanka Singh
  • Story: ভিডিওতে কাল্লু ও নিধিকে বন্ধ ঘরে বিছানার উপর চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে। আর তারই মধ্যে আবার তারা মেতেছেন নাচে। দুজনের ধামাকাদার পারফরম্যান্স রীতিমতো ঘুম উড়িয়েছে সকলের।
  • Youtube Channel: DRJ Records Bhojpuri নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
  • Views: ১ বছর আগে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ছয় লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় আট হাজারের কাছাকাছি মানুষ।

সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল তাদের এই রোম্যান্সে ভরা ভিডিও।