ভোজপুরি কুইন কাজল রাঘবাণীর হট লুকে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স অরবিন্দ আকেলা কাল্লুর, ভাইরাল ভিডিও

করোনার কারনে সিনেমা হল থেকে বেশ মুখ ফিরিয়ে নিয়েছিলেন দর্শকরা। তবে তারপরে একের পর এক যা সিনেমা রিলিজ হয়েছে তাতে করোনা কার্যত নিজের হার স্বীকার করতে বাধ্য হয়েছে। ঠিক তেমনই ২০২১ সালে ভোজপুরি সিনেমা গুলিও মানুষের নজর কেড়েছে। যে কারণে সেই সময় একটি সিনেমা ব্যাপক হিট হয়। নিরাহুয়া বা পবন সিং নয়। কার্যত এই সিনেমায় অভিনয় করেছিলেন সম্পূর্ণ নতুন এক জুটি। আজ সেই সিনেমার একটি ঘাম ঝরানো গান নিয়েই হাজির হয়েছি।
Movie : প্রতিবন্ধ (Pratibandh)
Song: শুরু প্যায়ার কা আব আসার হো রাহা।
Cast: অরবিন্দ আকেলা কাল্লু (Arvind Akela Kallu), কাজল রাঘবাণী (Kajol Raghwani)।
Singers: রিনি চন্দ্র (Rini Chandra), মধুকর আনন্দ (Madhukar Anand)
Song Story: গভীর রাতে জুটির মনে জেগেছে প্রেম। যেমন সুন্দর প্রেমের এই গান ঠিক তেমনই গানের মধ্যেও এক গভীর রোমান্টিকতাকে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে এক সে এক হট এক্সপ্রেশনে ভরপুর। কাজলের ভারী শরীরকে নিজের হাতের মধ্যে রাখতে চেয়েছেন অরবিন্দ। শাড়িতে যদিও দুর্দান্ত লাগছিলো তাকে। বেশি কয়েককার শরীরে চুম্বনও দিয়েছেন তারা। গরম করা এই গান দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে।
Channel: ‘Yashi Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
Views Count: প্রতিবেদন রচনা পর্যন্ত ২৩,৩৯৫ জন মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও।
নিচে কমেন্ট করে আপনারা জানান নতুন নায়কের সাথে কাজলের এই রোমান্স কি বেশি উপভোগ করলেন আপনারা।