EntertainmentVideoViral Video

Bhojpuri Video : হটেস্ট আম্রপালির সাথে প্রেমের সাগরে ডুব দিয়ে ভরপুর রোমান্স আরবিন্দ আকেলা কাল্লুর, ভাইরাল ভিডিও

নতুন প্রতিভার ভিড়ে ফিকে হচ্ছে নিরাহুয়া থেকে খেসারি লাল যাদব। এই নায়কদের সময়কালকে কার্যত গোল্ডেল পিরিয়ড বলা যায় ভোজপুরি সিনেমার ক্ষেত্রে। যে সিনেমা সম্পর্কে মানুষের আগ্রহ ছিল না সেই সিনেমা তারা দেশীয় স্তরে নিয়ে এসে দাঁড় করিয়েছে। তবে এবার ভোজপুরি ইন্ডাস্ট্রি কাঁপাতে হাজির হয়েছে মাত্র ২৫ বছর বয়সী এক নতুন প্রতিভা। যদিও নায়িকা তার থেকে ১১ বছরের বড়ো ভোজপুরি কুইন। একের পর এক সিনেমা হচ্ছে হিট। সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে আছে সেই নতুন জুটি। তাইতো আবারো আপনাদের সেই দুর্দান্ত নতুন গান জানাতে হাজির হয়েছি আজকের প্রতিবেদনে।

Movie : শাদি মুবারক (Shadi Mubarak)

Song : কাথার কে লাসা জাইশান (Kathar ke Lasa Jaisan)

Cast : আরবিন্দ আকেলা কাল্লু (Arvind Akela Kallu), আম্রপালি দুবে (Amrapali Dubey)

Singers : আরবিন্দ আকেলা কাল্লু, প্রিয়াঙ্কা সিং

Song Story : বন্ধ ঘরের মধ্যে নয় খোলামেলা প্রকৃতিকে সাক্ষী রেখে প্রেমের সাগরে ভাসলেন তারা। আম্রপালির যৌবন ভোগ করতে প্রস্তুত আরবিন্দ। লাল শাড়িতে তিনি হয়ে উঠেছে সম্পূর্ণ নারী। যার ফলে আরবিন্দ তার যৌবনে বারংবার গরম হয়ে উঠেছে। হট ও লাস্যময়ী এক্সপ্রেশনে মজেছেন নায়িকা। দুজনকেই দেখা গেছে খুব সুন্দর যুগল নাচের মধ্যে। যার ফলে তারা দুজনেই বেশ কয়েকবার অন ক্যামেরা গভীর চুম্বনে লিপ্ত হয়েছে। এই গান দেখলে আপনি আগের নিরাহুয়া ও আম্রপালির রোমান্স ভুলে যাবেন।

Youtube Channel :SRK MUSIC‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।

Views : এখনও পর্যন্ত ১,৪৭,৬৩৮ জন দর্শক দেখে নিয়েছেন এই ভিডিও। তার সাথেই প্রচুর লাইক ও কমেন্ট আছে যা অনায়েসেই এই জুটির গুণগান গেয়েছেন।