সর্বাঙ্গে টাওয়াল জড়িয়ে অরবিন্দ কাল্লুর সাথে তুমুল রোমান্স নিশার, ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমায় বাঁধন ছাড়া রোমান্স দেখা যায়। কার্যত সব নায়করাই সরাসরি ইমরান হাসমি -কে টক্কর দিতে পারেন। সেই কারণেই সিনেমার গান গুলি হয়ে ওঠে সম্পূর্ণ জীবন্ত। অপরদিকে নায়িকারদের লাস্যময়ী এক্সপ্রেশন ও নজর কারা যৌবন তো রয়েছেই। এইসব রসদ একসাথে মিলেই তৈরী হয় সেখানকার সিনেমা। যে কারণে দর্শকদের তারিফ করতেই হবে। সিনেমা মানুষের ভালো না লাগলেও তাদের গান গুলি মন ছুঁয়ে যায়। তার জন্যই প্রতিদিন কলাকুশলীরা থাকেন দর্শকদের স্মার্ট ফোনে। সেই হিসাবে আবারো একটি গান ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। আজ সেই গানের সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যই প্রতিবেদনে হাজির হয়েছি।
Song: সাইয়া ইউ না হয় (Saiya U Na Hoi)
Film: দিলবার সাজানা (Dilbar Saajna)
Cast: আরবিন্দ আকেলা কাল্লু (Arvind Akela Kallu), নিশা (Nisha)
Singers: আরবিন্দ আকেলা কাল্লু (Arvind Akela Kallu)
Song Story: ঘরের মধ্যে উপস্থিত আরবিন্দ ও নিশা। নায়ক তাকে জীবনের সবথেকে আনন্দের কিছু মুহুর্ত উপহার দিতে চান। সেই কারণেই খোলামেলা পোশাকে আরবিন্দকে গরম করলেন নিশা। খাটে নিয়ে এসে দুজন দুজনের যৌবনের খেলায় মত্ত হয়েছেন। এই রোমান্স দেখে ১০/১০ দিতেই হবে। নিশার হটনেসে অজান্তেই আপনার শরীর ঘামিয়ে উঠবে। আরবিন্দ পাগলের মতো নিশার শরীরে চুম্বন দিতে থাকেন। বন্ধ ঘরের মধ্যে জুটি দুর্দান্ত একটা সুন্দর সময় কাটিয়েছেন। সম্পূর্ণ গান জুড়েই যে পরিমান রোমান্টিকতার সৃষ্টি করেছে তা বলার মতো না।
Streaming Channel : ‘ওয়েভ মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
Views Count: প্রতিবেদন লেখা পর্যন্ত ১১,৯৬,৪০১ জন দর্শক এখনও পর্যন্ত এই ভিডিও দেখে নিয়েছেন। ভিডিও আপলোডের বয়স পেরিয়েছে ৬ বছর। তবুও কার্যত প্রতিদিন হাজার হাজার মানুষ এই গান উপভোগ করছেন।