প্রিন্টেড বিকিনিতে সমুদ্রে জলকেলি, সুপারস্টার জিতের সঙ্গে ভরপুর রোমান্স পার্থ ঘনিষ্ঠ অর্পিতার, দেখুন ভাইরাল ভিডিও

বর্তমানে আলিপুর মহিলা সংশোধনগরই মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ঠিকানা। SSC দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে তার। সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এই সবকিছুই এখন সংবাদের শিরোনামে। অভিনেত্রীর একের পর এক ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে ইডি। আর সেখান থেকে মিলছে কোটি কোটি টাকা। সোনার গয়না, আংটি, সেক্স টয়ের মতো একাধিক জিনিস। কিন্তু জানেন কি একটা সময় বাংলা ছবির লিড রোলে কাজ করেছিলেন অর্পিতা।
View this post on Instagram
সালটা ২০০৫। মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেন অর্পিতা (Arpita Mukherjee)। এরপরই পা রাখেন অভিনয় জগতে। টলি ইন্ডাস্ট্রিতে সেভাবে নাম করতে না পারলেও বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। যারমধ্যে রয়েছে ‛পার্টনার’, ‛মামা ভাগ্নে’, ‛জোর যার মুলুক তার’ সহ আরও কয়েকটি ছবি। যেখানে জিৎ, প্রসেনজিৎ সহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তবে শুধু বাংলা নয় ওড়িয়া ছবিতেও তাকে দেখা গিয়েছে।
View this post on Instagram
যেগুলির মধ্যে রয়েছে ‛প্রেম রোগী’, ‛মু কানা এতে খারাপ’, ‛রাজু আওয়ারা’। এছাড়াও তার প্রথম লিড রোলে কাজ করা ছবি মুক্তি পেয়েছিল ২০১২ সালে। ছবির নাম ‛হৃদয়ে লিখো নাম’। তবে সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে অর্পিতার একটি ভিডিও। যেখানে জিতের সঙ্গে সমুদ্র সৈকতে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ‛হল্লা গুল্লা’ গানে দু-পিসে জিতের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
কখনও লেপার্ড প্রিন্ট বিকিনিতে ‛সেক্সী পোজে’ ধরা দিয়েছেন। আবার কখনও শূন্যে পা ছুড়ে নাচতে দেখা যাচ্ছে। সম্প্রতির জিৎ-অর্পিতার এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।