EntertainmentViral Video

মঞ্চের উপর দুর্দান্ত সুরে অসাধারণ গান অভিনেত্রী অর্পিতার, প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী, ভাইরাল ভিডিও

Advertisement

‛প্রতিবাদ’ সিনেমার ‛এলো মনেতে বসন্ত বাহার’ গানে স্টেজ পারফরম্যান্স-এ মঞ্চ মাতলেন অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি। (Arpita Chatterjee)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। একজন অভিনেত্রীর পাশাপাশি তার আরও একটি পরিচয় হল তিনি প্রসেনজিৎ চ্যাটার্জির (Prosenjit Chatterjee) স্ত্রী। এই সিনেমায় তাদের দুজনকেই জুটি বাঁধতে দেখা গিয়েছিল। আর সেই সিনেমার গান গেয়েই বাজিমাত করলেন অভিনেত্রী।

মঞ্চের উপর দুর্দান্ত সুরে অসাধারণ গান অভিনেত্রী অর্পিতার, প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী, ভাইরাল ভিডিও

১৯৯৭ তে সানন্দা তিলোত্তমাতে জয়ী হয়েছিলেন অর্পিতা (Arpita Chatterjee)। এরপর পরিচালক প্রভাত রায় টেলিভিশনে সেই টেলিকাস্টটা দেখেন। এমনকি ঋতুপর্ণ ঘোষেরও তাঁকে দেখে পছন্দ হওয়ায় একই সঙ্গে মেইন ছবি ও কমার্শিয়াল ছবি দুটোতেই অভিনয় করেন তিনি। প্রভাত রায় পরিচালিত ‘তুমি এলে তাই’ আর ঋতুপর্ণ ঘোষ অভিনীত ‘অসুখ’ ছবিতেও অভিনয় করেন অর্পিতা। এভাবেই তার অভিনয় জগতের পথচলা শুরু হয়।

মঞ্চের উপর দুর্দান্ত সুরে অসাধারণ গান অভিনেত্রী অর্পিতার, প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী, ভাইরাল ভিডিও

তবে, ২০০৩ সালে বিয়ের পর তিনি ধীরে ধীরে কাজের জগৎ থেকে সরে যান। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন যে এটা সম্পূর্ণ তার নিজের মত ছিল। ‛দিদি নাম্বার ওয়ান’-র মঞ্চে এসে তেমনটাই জানিয়েছেন অভিনেত্রী। এমনকি এও বলেছিলেন যে বিয়ের পর যখন তিনি ঠিক করলেন আর কাজ করবেন না, তখন তাঁর হাতে অনেকগুলো ছবি। আর সেই সময় পরিচালক ও প্রযোজকদের বাঁচিয়ে দিয়েছিলেন সে আর কেউ নয় তিনি হলেন রচনা ব্যানার্জি (Rachana Bannerjee)।

সম্প্রতি ভাইরাল (Viral) হওয়া ওই ভিডিও ক্লিপে অর্পিতাকে বেশ মজা করেই গাইতে দেখা যাচ্ছে। তার পরনে রয়েছে লাল রঙের ওয়েস্টার্ন ড্রেস। একেবারে নেচে গেয়ে মঞ্চ মাতিয়েছেন অভিনেত্রী। ‛আগমনী স্টুডিও’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ১৩ হাজার মানুষ ভিডিওটি (Video) পছন্দ করেছেন। এমনকি অনেকেই আবার কমেন্টও করেছেন। সম্প্রতি অর্পিতার এই ভিডিওই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।