×
EntertainmentVideoViral Video

চিঠিকে চাকরি ছাড়তে বললো অরিজিৎ, বাবার বিরুদ্ধে গিয়ে স্ত্রীর পাশে দাঁড়ালো সাহেব, খুশি দর্শকরা

কঠিন সংকটের মুখে চিঠি! যদিও পাশে আছে সাহেব। চলতি বছরের ২৭ জুন স্টার জলসার পর্দায় এসেছে নতুন ধারাবাহিক ‛সাহেবের চিঠি’ (Saheber Chithi)। মুখ্য চরিত্রে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) ও প্রতীক সেন (Pratik Sen)। দুজনের টেলিভিশন জগতে বেশ জনপ্রিয়। এমনকি তাদের ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। প্রতীক ‛খোকাবাবু’, ‛মোহর’ দুটি ধারাবাহিকেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আর দেব চন্দ্রিমা পেয়েছেন ‛সাঁঝের বাতি’ র দৌলতে।

বহু বাধা পেরিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পরেছে চিঠি ও সাহেব। এমনকি সম্প্রতি আগুনের হাত থেকে চিঠিকে বাঁচিয়েছেও। আর এবার আরও একবার চিঠির পাশে দাঁড়ালো সাহেব। পিসিমনির সামনে দাঁড়িয়ে চিঠির সাফ জবাব সে কোনোমতেই চাকরি ছাড়তে পারবে না। আর তখনই সাহেবের বাবা চিঠিকে বলে তাহলে সাহেবকে ছেড়ে দাও।

এমনকি তিনি আরও বলেন যে, সাহেবের দেখাশোনা করতে গেলে চিঠি বিলির কাজ তাকে ছাড়তে হবে। আর তখনই স্ত্রী র পাশে এসে দাঁড়ায় সাহেব। বাবাকে সাফ জানিয়ে দেয় যে, চিঠি এই কাজ করবে। ও কোনোভাবেই এই কাজ ছাড়বে না। আপাতত একটু একটু করে দুজনের মধ্যে মিটছে সমস্ত রাগ-ঝগড়ার পালা। যদিও চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক।

আর এই নিয়েই দিন কয়েক আগে ফিসফাস শোনা যাচ্ছিল যে, দেবচন্দ্রিমাকে নাকি ধারাবাহিক থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে, জনপ্রিয় এক সংবাদ মাধ্যমেকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, এসব খবর পুরোটাই ভুল। তিনি আশা রাখছেন সঠিক সময়ে তাদের সাফল্য ধরা দেবে। এমনকি টিআরপি র উপর শিল্পীর পরিশ্রম নির্ভর করে না বলেই অভিনেত্রীর মত।