Entertainment

Arijit Singh: জন্মদিনে বউয়ের সঙ্গে খোশমেজাজে অরিজিৎ সিং! জুটির রোমান্টিক ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা

Advertisement
Advertisements

Arijit Singh Birthday: জন্মদিনে বৌয়ের সঙ্গে খোশমেজাজে অরিজিৎ! মুহূর্তে ভাইরাল ছবি। বাংলা ও হিন্দি গানের জগতের এক উজ্জ্বলতর নক্ষত্র হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। ২০০৫ সালে ‛ফেম গুরুকুল’-এর একজন ব্যর্থ প্রতিযোগী থেকে হয়ে ওঠেন সঙ্গীত জগতের অন্যতম সেরা শিল্পী। তবে, এই পথটা মোটেই সহজ ছিল না। তারজন্য পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই পথ। ‛আশিকি টু’ সিনেমার মাধ্যমে প্রথম ব্রেক পান।

Arijit Singh: জন্মদিনে বউয়ের সঙ্গে খোশমেজাজে অরিজিৎ সিং! জুটির রোমান্টিক ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা

এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক গান দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। দেশের অন্যতম সেরা গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। এত বড় গায়ক হওয়া সত্ত্বেও তিনি একেবারেই সাদামাটা ভাবে জীবন কাটান। আর তাইতো কখনও স্কুটি নিয়ে আবার কখনও খালি পায়ে গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাঁকে। জিয়াগঞ্জ তার প্রাণের জায়গা। আর সেই জিয়াগঞ্জের গর্ব অরিজিৎ সিং-এর আজ জন্মদিন।

Arijit Singh: জন্মদিনে বউয়ের সঙ্গে খোশমেজাজে অরিজিৎ সিং! জুটির রোমান্টিক ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা

দেখতে দেখতে ৩৬ বছরে পা রাখলেন এই গায়ক। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল তার জন্ম হয়েছিল। ছোট থেকেই তার গানের প্রতি ভালোবাসা আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তার কেরিয়ারের যেমন কঠিন পরিস্থিতি ছিল ঠিক তেমনই তার ব্যক্তিগত জীবনেও ছিল নানান চড়াই উতরাই পথ। স্কুল জীবন থেকে কোয়েলের (Koel Singh) সঙ্গে অরিজিতের প্রেমের সম্পর্ক থাকলেও মাঝে কোনো এক কারণে তাদের বিচ্ছেদ ঘটে। যদিও আবার ২০১৪ সালে খুবই সাদামাটা ভাবেই তারাপীঠ মন্দিরে ছোটবেলার ভালোবাসা কোয়েলের সঙ্গে বিবাহ সারেন গায়ক।

বলতে গেলে তাদের প্রেমের কাহিনী কোনো সিনেমার চিত্রনাট্যর চেয়ে কম কিছু নয়। আজ একটি ফ্যানপেজের তরফ থেকে অরিজিৎ (Arijit Singh) ও তার স্ত্রীয়ের(Koel Singh) একটি মিষ্টি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে, চায়ের কাপ হাতে ছাদে দাঁড়িয়ে কোয়েল। আর তার পাশেই রয়েছেন অরিজিৎ। দুজনের গালেই মিষ্টি হাসি। কোয়েলের পরণে রয়েছে হলুদ রঙের কুর্তা ও কালো লেগিন্স। আর অরিজিতের পরণে রয়েছে নীল রঙের ব্র্যান্ডেড টি-শার্ট ও প্যান্ট।

অরিজিৎ ও কোয়েলের (Arijit-Koel) এই ছবি দেখে তো আনন্দে আত্মহারা নেটিজেনরা। কেউ লিখেছেন ‛জুটিতে-লুটি’। আবার কেউ গায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল এই ছবি।