Arijit-Rupam: ‘মাই রকস্টার ইজ হিয়ার’, রুপম ইসলামকে ট্রিবিউট অরিজিতের, দেখে চোখে জল ভক্তদের

গতকাল ছিল ১৮ ফেব্রুয়ারি, না আর পাঁচটা দিনের মতো কোনো সাধারণ দিন নয়। ঠিকই ধরেছেন অ্যাকোয়াটিকাতে কনসার্ট ছিল এই সময়কার দেশের সবথেকে বড়ো গায়ক অরিজিৎ সিংহের (Arijit Singh)-র। যাকে দেখার ও গান শোনার জন্য ৭৫,০০০ টাকার টিকিটও সোল্ড আউট হয়ে গেছে। তবে শুধুই কি এই কনসার্ট অরিজিতের গলায় গাওয়া কয়েকটি গানের মাধ্যমেই শেষ হলো এই অনুষ্ঠান! না একদমই কিন্তু নয় এই সময়ের সর্বসেরা গায়ক ও বাংলার রক মিউজিকের রূপকার রূপম ইসলামের উষ্ণ আলিঙ্গনে চোখ ভিজে উঠেছে সেখানে উপস্থিত সকল দর্শকদের।
বিতর্কিত সেই লাইন ‘রং দে তু মোহে গেরুয়া’ দিয়েই কিন্তু তিনঘন্টার লম্বা কনসার্ট শুরু করেছিলেন অরিজিৎ। ভেঙ্গে দিয়েছেন আগে পরের বিভিন্ন কথা। নিজের গান তো ছিলই সাথেই, মান্না দে থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়ের গানও শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। গেরুয়া পাগড়ি মাথায় বাঁধা, হাতে মাইক নিয়ে মঞ্চ থেকে হঠাৎ ‘এই একলা ঘর আমার দেশ …’, ফসিলসের সেই বিখ্যাত গান গেয়ে উঠলেন অরিজিৎ সিং। আর মঞ্চের একদম সামনেই প্রিমিয়াম বসার আসনে বসে আছেন রূপম ইসলাম (Rupam Islam)। অরিজিৎ মঞ্চ থেকে বলেন, ‘মাই রকস্টার ইজ হিয়ার’।
শুধু তাই নয় একটা মাইক হাতে নিয়ে এসে মঞ্চের নিচে চলে আসেন তিনি। মাইক তুলে দেন রূপমের হাতে। এরপর চেনা ভঙ্গিমাতে মাইক হাতে গান করলেন রূপম, গিটারে অরিজিৎ। দুই শিল্পী একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেন। গান শেষ প্রথমে অরিজিৎ বলেন, ‘এখানে রূপম আছে, থ্রি চিয়ার্স ফর রূপম ইসলাম’। তারপরেই রূপমও বলেন, ‘অরিজিৎ তুমি আমাদের গর্ব।’ পরে অবশ্য রূপম ইসলাম এই স্বপ্নের মতো অভিজ্ঞতার কথা নিজের ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করে নিয়েছেন।
প্রথমবার অরিজিতের সাথে রূপমের সামনাসামনি দেখা আর সেখানেই এক পাতে যেন দুটি উপরি পাওয়া পেলেন দর্শকরা। রূপম যোগ করেন “বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’ যেন শেষে একটা উপরি পাওনা হয়ে থাকলো। আবার হবে।” ইকোপার্কের বিতর্ক থেকে অ্যাকোয়াটিকা সব কিছুতেই সময়ে সময়ে রাজনৈতিক রং লাগতে বেশি সময় লাগেনি। তবে দিনের শেষে অরিজিৎ ও রূপমের গান একসাথে সেটা যেন ‘গেরুয়ার’ বিতর্কে জল ঢেলে দেওয়ার সামিল হয়েছে।