এতবড় সেলিব্রেটি হয়েও মাটির মানুষ, সকলের সামনে ধোনির পা ছুঁয়ে প্রনাম অরিজিতের, মুগ্ধ গোটা দেশবাসী

ফের একবার সকলের মন জয় করলেন অরিজিৎ সিং (Arijit Singh)। সরলতা দিয়ে বরাবরই তিনি জয় করে এসেছেন অসংখ্য মানুষের মন। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তার সহজ-সরল জীবনযাত্রা বরাবরই মুগ্ধ করে এসেছে সকলকে। আর তাইতো মাটির মানুষ হিসেবেই তাকে সবাই চেনেন। ফের একবার তার প্রমান মিললো খেলার মাঠে। ভরা মাঠে সকলের সামনে ধোনিকে (Dhoni) প্রণাম করলো অরিজিৎ।
বর্তমানে তিনি দেশের সংগীত জগৎ রাজ করছেন। বলা চলে ভারতের সংগীত জগতের বাদশা হলেন অরিজিৎ। রোম্যান্টিক থেকে একশন সব ধরণের গানেই তিনি সাবলীল। আর তার গান প্রতিবারই মুগ্ধ করে ভক্তদের। তবে, এবার তার সরলতা আবারও একবার মুগ্ধ করলো সকলকে। শুক্রবার ছিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই শো।
View this post on Instagram
আর সেখানে ‛পাঠান’ থেকে শুরু করে ‛কেশরিয়া’, ‛দেবা দেবা’ সহ একাধিক গানে মঞ্চ মাতান অরিজিৎ। আর সেই উদ্বোধনী মঞ্চেই উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি, বিসিসিআই সচিব জয় শাহ, চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর সেই মঞ্চেই অরিজিৎ ধোনির পা ছুঁয়ে করলেন প্রণাম। গায়কের এই আচরণে এতটাই অবাক হয়ে যায় ধোনি যে অরিজিৎকে আটকাটেও পারেনি।
বয়সের দিক থেকে বিচার করলে ধোনি অরিজিতের থেকে বড়। কেননা ধোনির বয়স ৪১ বছর। আর অরিজিতের ৩৬। কিন্তু ভরা মাঠে সকলের সামনে এমন একজন নামকরা ব্যাক্তিত্ব হয়েও তিনি যে মাথা ঝোঁকাবেন তা ভাবা কঠিন। কিন্তু অরিজিৎ সব কঠিনকেই সহজ করে নেন। আর তাইতো তিনি আজও মাটির কাছাকাছি। সম্প্রতি এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আরও একবার সকলের মনজয় করে নিয়েছেন অরিজিৎ।
এদিন অরিজিৎ ছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন বলি অভিনেত্রী রশ্মিকা মন্দনা, তামান্না ভাটিয়া।