Arijit Singh: ‘আমায় মাফ করবেন’, কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কারনটা কী?

এত ভালো কনসার্টের পরও তিলোত্তমা বাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং! কিন্তু কেন? একদিকে শিবরাত্রি আর অন্যদিকে গোটা কলকাতাবাসী মজেছিল অরিজিতের গানে। একেরপর এক তার গানের নেশায় বুঁদ হয়েছিলেন নেটিজেনরা। এককথায় ধামাকাদার এক পারফরম্যান্সয়ের সাক্ষী থেকেছেন সকলেই। কিন্তু তার পরেও কলকাতাবাসীর কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন গায়ক।
বুধবার অরিজিৎ নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন যে, ‛আমি দুঃখিত যে আপনাদের নিজেদের গাড়িগুলি প্রায় ১ কিমি দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে হেঁটে আসতে হয়েছিল। (যেহেতু টোটো রিকশাগুলি ভিড় সামলাতে অক্ষম ছিল)। আমি দুঃখিত যে আপনাদের অস্বাস্থ্যকর জায়গা ও মশার কামড় সহ্য করতে হয়েছিল। আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক কিছু লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যেন তাদের এমন কর্তৃত্ব আছে’।
এমনকি গায়ক আরও বলেছেন যে, ‛আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই ভিতরে আসতে পারেননি কারণ কিছু লোক হ্যান্ডব্যান্ডের জন্য সাহায্য করেনি সঠিকভাবে। দুঃখিত যে আপনাদের নিজেদেরই তা সমাধান করতে হয়েছে। কিন্তু তবুও আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি বিনীত। আমার হৃদয়জোড়া ভালোবাসা! আমি চেষ্টা করব পরেরবার এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে সকলকে দিতে পারি। সবাই ভালো থাকবেন’।
অরিজিতের এই পোস্টের কমেন্ট বক্সে একাধিক ভক্তরা তাকে আবারও একবার ভালোবাসায় ভরিয়েছেন ভক্তরা। এটাই হয়তো অরিজিৎ অরিজিৎ সিং। তার এই সরলতাই তাকে বারবার ভক্তদের কাছে জনপ্রিয় করে তোলে। তার এই পোস্ট দেখে অনেকেই অনেক কমেন্ট করেছেন। কেউ লিখেছেন ‛ক্ষমা চাইতেও সাহস লাগে’। আবার কেউ তাকে তার এই সরলতার জন্য তাকে নতুন করে শ্রদ্ধা জানিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল অরিজিতের এই পোস্ট। তবে বিশেষ কিছু কারণের জন্য গায়ক এটি ডিলেট করে দিয়েছেন।