Entertainment

‘আমার যোগ্যতা নেই সনু নিগমের গান গাওয়ার’: অরিজিৎ সিং

Advertisement
Advertisements

‛আমাকে ক্ষমা করবেন…আমার যোগ্যতা নেই সোনু নিগমের গান গাওয়ার’! ফের একবার সোনু নিগমের (Sonu Nigam) প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধা জাহির করতে দেখা গেল অরিজিৎ সিং-কে (Arijit Singh)। জিয়াগঞ্জের ভূমিপুত্র তিনি। যিনি কিনা দাপটের সঙ্গে বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই গান গেয়ে চলেছেন। তার জগৎজোড়া খ্যাতি। কিন্তু তারপরেও কিভাবে মাটিতে পা রেখে চলতে হয় তা বোধহয় অরিজিৎ সিং-কে দেখে সকলের শেখা উচিত।

'আমার যোগ্যতা নেই সনু নিগমের গান গাওয়ার': অরিজিৎ সিং

সরলতার আরেক নাম অরিজিৎ সিং (Arijit Singh)। বরাবরই তার সরলতা মুগ্ধ করে মানুষকে। ফের একবার তার সহজ সরল মানসিকতা জয় করলো মানুষের মন। একধারে তিনি যেমন গায়ক, তেমন তিনি একজন সমাজ সংস্কারকও বটে। আর তাইতো তার জিয়াগঞ্জের মানুষের ভালো-মন্দর সঙ্গে তিনি ওতোপ্রোত ভাবে জড়িয়ে থাকেন। এই মুহূর্তে বলিউডের (Bollywood) এক নম্বর গায়কদের তালিকায় সবার প্রথমেই রয়েছে অরিজিৎ সিং-এর নাম।

তাকে ছাড়া গানের দুনিয়া অচল বললেই চলে। মুম্বাইয়ের (Mumbai) সবচেয়ে ব্যস্ততম গায়কদের মধ্যে তিনি হলেন একজন। তবে, এত প্রভাব, প্রতিপত্তি ও ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি অতি সাধারণভাবেই জীবন-যাপন করেন। আর তার প্রমান মিলেছে বহুবার। সম্প্রতি আরও একবার তার সরলতা নজর কেড়েছে মানুষজনের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে। যেটি অরিজিৎ-এর একটি কনসার্টের ভিডিও। আর সেখানেই অন্য গায়কের প্রতি তার সম্মান ও ভালোবাসা মুগ্ধ করেছে সকলকে।

'আমার যোগ্যতা নেই সনু নিগমের গান গাওয়ার': অরিজিৎ সিং

বরাবরই অরিজিৎ (Arijit Singh) তার কনসার্টে  যেমন নিজের গান গেয়ে থাকেন তেমনই ইন্ডাস্ট্রির সিনিয়র গায়কদেরও গান গেয়ে থাকেন। আর এদিনও তেমনই সোনু নিগমের (Sonu Nigam) ‛সাথিয়া’ গানটি গাওয়ার পরিকল্পনা ছিল অরিজিৎ-এর। তবে, গান শুরুর আগেই অরিজিৎ সতর্ক হয়ে দর্শকদের উদ্যেশে ঘোষণা রাখেন যে, ‛সোনু নিগমের গান, আমাকে ক্ষমা করবেন…আমার যোগ্যতা নেই’। এরপরই তার গলায় শোনা গেল ‛হাসতি রহে তু হাসতি রহে’ গানটি।

ভাইরাল (Viral) এই ভিডিওটি (Video) কোনোক্রমে নজরে পরে সোনু নিগমের। স্বভাবতই অরিজিৎ (Arijit Singh) এর কাছ থেকে সম্মান পেয়ে আপ্লুত সোনু নিগম। তারপর পাল্টা তিনি লিখেছেন যে, ‛এটা সম্পূর্ণভাবে অরিজিতের নম্রতা এবং ভালোবাসা। আমার কোনও কৃতিত্ব নেই। আমি ওকে প্রচন্ড ভালোবাসি’।