×
EntertainmentViral Video

এতবড় সেলিব্রেটি হয়েও মাটির মানুষ, ছেলেকে নিয়ে স্কুটিতে করে গ্রামে ঘুরছেন অরিজিৎ, দেখে মুগ্ধ নেটিজেনরা

ছেলেকে সঙ্গে নিয়ে জিয়াগঞ্জের মাটিতে অরিজিৎ সিং (Arijit Singh)। বরাবরই তার সরলতা মুগ্ধ করে মানুষকে। ফের একবার তার সহজ সরল জীবনযাত্রা জয় করলো মানুষের মন। একধারে তিনি যেমন গায়ক তেমন তিনি একজন সমাজ সংস্কারকও বটে। আর তাইতো তার জিয়াগঞ্জের মানুষের ভালো-মন্দর সঙ্গে তিনি ওতোপ্রোত ভাবে জড়িয়ে থাকেন। এই মুহূর্তে বলিউডের এক নম্বর গায়কদের তালিকায় সবার প্রথমেই রয়েছে অরিজিৎ সিংয়ের নাম।

এতবড় সেলিব্রেটি হয়েও মাটির মানুষ, ছেলেকে নিয়ে স্কুটিতে করে গ্রামে ঘুরছেন অরিজিৎ, দেখে মুগ্ধ নেটিজেনরা -

তাকে ছাড়া এখন গানের দুনিয়া অচল বললেই চলে। মুম্বাইয়ের সবচেয়ে ব্যস্ততম গায়কদের মধ্যে তিনি হলেন একজন। তবে, এত প্রভাব, প্রতিপত্তি ও ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি অতি সাধারণভাবেই জীবন-যাপন করেন। আর তার প্রমান মিলেছে বহুবার। সম্প্রতি আরও একবার তার সরলতা নজর কেড়েছে মানুষজনের। বাংলা হোক বা হিন্দি দুই গানের জগতেই উজ্জ্বলতম নক্ষত্র হলেন অরিজিৎ সিং। তার জনপ্রিয়তা যেমন রয়েছে তেমনই তাকে নিয়ে রয়েছে বিতর্ক।

এতবড় সেলিব্রেটি হয়েও মাটির মানুষ, ছেলেকে নিয়ে স্কুটিতে করে গ্রামে ঘুরছেন অরিজিৎ, দেখে মুগ্ধ নেটিজেনরা -

২০০৫ সালে ‛ফেম গুরুকুল’-র ব্যর্থ প্রতিযোগী থেকে হয়ে ওঠেন সঙ্গীত জগতের অন্যতম সেরা শিল্পী। তবে, এই পথটা মোটেই সহজ ছিল না। তারজন্য পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই পথ। ‛আশিকি টু’ সিনেমার মাধ্যমে প্রথম ব্রেক পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক গান দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। কাজের সূত্রে দেশের এদিক সেদিক ঘুরে বেড়ালেও তার মাতৃভূমি জিয়াগঞ্জের মাটিতে তাকে মাঝে মধ্যেই দেখা যায়।

সম্প্রতি এবারও তাকে দেখা গেল জিয়াগঞ্জে। স্কুটারের সামনে ছেলেকে বসিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন। একেবারে সাদা মাটা লুকেই ধরা দিয়েছেন গায়ক। ‛arijitsinghworld’ নামের একটি ফ্যানপেজ থেকে ভিডিওটি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।