EntertainmentVideoViral Video

‘ফেম গুরুকুল’-এ বান্ধবী কোয়েলের সঙ্গে প্রেমালাপ যুবক অরিজিতের! ব্যাপক ভাইরাল পুরনো এই ভিডিও

Advertisement
Advertisements

ফেম গুরুকুল‘-এ থেকে কোয়েলের সঙ্গে প্রেমালাপ তরুণ অরিজিতের! মুহূর্তে ভাইরাল পুরোনো সেই ভিডিও। সেলিব্রেটিদের নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। আর সেই সেলিব্রেটি হয় যদি অরিজিৎ সিং তাহলে তো আর কথাই নেই। বাংলা ও হিন্দি গানের জগতের এক উজ্জ্বলতর নক্ষত্র হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। ২০০৫ সালে ‛ফেম গুরুকুল’-এর একজন ব্যর্থ প্রতিযোগী থেকে হয়ে ওঠেন সঙ্গীত জগতের অন্যতম সেরা শিল্পী।

‘ফেম গুরুকুল'-এ বান্ধবী কোয়েলের সঙ্গে প্রেমালাপ যুবক অরিজিতের! ব্যাপক ভাইরাল পুরনো এই ভিডিও

তবে, এই পথটা মোটেই সহজ ছিল না। তারজন্য পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই পথ। ‛আশিকি টু’ সিনেমার মাধ্যমে প্রথম ব্রেক পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একেরপর এক গান দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। বর্তমানে দেশের অন্যতম সেরা গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। এত বড় গায়ক হওয়া সত্ত্বেও তিনি একেবারেই সাদামাটা ভাবে জীবন কাটান। আর তাইতো কখনও স্কুটি নিয়ে আবার কখনও খালি পায়ে গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাঁকে।

জিয়াগঞ্জ তার প্রাণের জায়গা। আর সেই জিয়াগঞ্জের গর্ব অরিজিৎ সিং। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল তার জন্ম হয়েছিল। ছোট থেকেই তার গানের প্রতি ভালোবাসা আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তার কেরিয়ারের যেমন কঠিন পরিস্থিতি ছিল ঠিক তেমনই তার ব্যক্তিগত জীবনেও ছিল নানান চড়াই উতরাই পথ। স্কুল জীবন থেকে কোয়েলের (Koyel Roy Singh) সঙ্গে অরিজিতের প্রেমের সম্পর্ক থাকলেও মাঝে কোনো এক কারণে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যত্র বিয়ে করে নেন দুজনেই।

‘ফেম গুরুকুল'-এ বান্ধবী কোয়েলের সঙ্গে প্রেমালাপ যুবক অরিজিতের! ব্যাপক ভাইরাল পুরনো এই ভিডিও

কিন্তু দুজনের কেউই তাদের প্রথম বিয়েতে সুখী হয়নি। আর তাইতো আবারও তারা ফিরে আসেন পুরোনো ভালোবাসার কাছে। ২০১৪ সালে খুবই সাদামাটা ভাবেই তারাপীঠ মন্দিরে ছোটবেলার ভালোবাসা কোয়েলের সঙ্গে বিবাহ সারেন গায়ক। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে। তবে, সম্প্রতি ফেম গুরুকুল-এর একটি ভিডিও (Video) ক্লিপ ভাইরাল (Viral) হয়েছে। যেখানে তরুণ বয়সের অরিজিৎ ও কিশোরী কোয়েলের কথোপকথন শোনা যাচ্ছে।

ভিডিওর শুরুতেই ছুটে এসে অরিজিৎকে কোয়েলের (Arijit-Koyel) ফোন ধরতে দেখা যাচ্ছে। প্রথমেই অরিজিৎ কোয়েলকে প্রশ্ন করেন যে, গান কেমন লাগছে? আর তাতে কোয়েল জানায় যে, ‛খুব ভালো লাগছে’। পাশাপাশি কোয়েল এও বলেন যে, রেজাল্ট যা আসছে তাতে জিয়াগঞ্জের কেউ খুশি না। এমনকি বাড়ি ফিরে তাকে একা ঘর থেকে না বেরোনোর পরামর্শও দেন কোয়েল।

আর এই কথা শুনে তো রীতিমতো অবাক অরিজিৎ। যদিও অরিজিৎ কোয়েলকে (Arijit-Koyel) বলে তাকে নিয়ে চিন্তা না করতে। এমনকি ‛ফেম গুরুকুল’-এর ভিতরে চলা রাজনীতি নিয়েও কথা বলেন দুজনে। সম্প্রতি সেই পুরোনো ভিডিওই (Video) ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।