×
Entertainment

জন্মস্থানকে কতটা ভালোবাসেন আবার প্রমাণ করলেন অরিজিৎ, জিয়াগঞ্জে ফ্রি-কোচিং সেন্টার খুলতে চলেছেন গায়ক

নিজের শহরেই ফ্রি কোচিং সেন্টার খুলতে উদ্যোগ নিল ঘরের ছেলে অরিজিৎ

Arijit Singh Open Free English Coaching Centre: নিজের শহরেই ফ্রি কোচিং সেন্টার খুলতে উদ্যোগ নিল ঘরের ছেলে অরিজিৎ (Arijit Singh)। তার মতো দরদী মানুষ আর কজন আছে বলুন তো দেখি? যেমন তার গানের গলা তেমন তার মনের দরদ। সাধারণ মানুষের সাহায্যার্থে তিনি সবসময় ভেবে চলেছেন। কাজের সূত্রে মুম্বাই সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও সুযোগ পেলেই তিনি ফিরে আসেন নিজের গ্রাম জিয়াগঞ্জেই। সরলতা দিয়ে বারংবার নেটিজেনদের মন জয় করেছেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই।

জন্মস্থানকে কতটা ভালোবাসেন আবার প্রমাণ করলেন অরিজিৎ, জিয়াগঞ্জে ফ্রি-কোচিং সেন্টার খুলতে চলেছেন গায়ক -

এমনকি তার সহজ-সরল জীবনযাত্রা বরাবরই মুগ্ধ করে এসেছে সকলকে। আর তাইতো মাটির মানুষ হিসেবেই তাকে সবাই চেনেন। জিয়াগঞ্জ যে তার প্রাণের জায়গা তা প্রায় সকলেই জানেন। আর তাইতো এই গ্রামের উন্নতির স্বার্থে তিনি উদ্যোগ নেন বারবার। আর এবার এই জিয়াগঞ্জের মাটিতেই ফ্রি কোচিং ক্লাস করতে উদ্যোগ নিলেন গায়ক। এদিন পারিবারিক বন্ধু শঙ্কর মন্ডলের নার্সিং কলেজে তিনি হাজির হন।

জন্মস্থানকে কতটা ভালোবাসেন আবার প্রমাণ করলেন অরিজিৎ, জিয়াগঞ্জে ফ্রি-কোচিং সেন্টার খুলতে চলেছেন গায়ক -

কোচিং খোলার জন্য দরকার ৮ টা রুম। আর তাই এই নার্সিং কলেজে জায়গা পাওয়া যাবে কিনা তারই খোঁজখবর সহ আলোচনা করতে এসেছিলেন গায়ক মশাই। যদিও এই বিষয়ে শঙ্কর মন্ডল জানিয়েছেন যে এই বিষয়ে আপত্তি করার কোনো প্রশ্নই নেই। এদিনও কলেজ চত্বরে সাদামাটা লুকে ধরা দিয়েছিলেন অরিজিৎ (Arijit Singh)। পরনে সাদা রঙের টি-শার্ট ও ছাই রঙের প্যান্ট। স্কুটি চালিয়ে নিজেই এসেছিলেন। তাকে দেখামাত্রই সবাই ঘিরে ধরে।