EntertainmentVideoViral Video

অবিকল যেন অরিজিৎ! চোখে চশমা মাথায় পাগড়ি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই যুবক, দেখুন ভিডিও

Advertisement
Advertisements

এ যেন হুবুহু অরিজিৎ! চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় পাগড়ি, মুখে একগাল হাসি। একেরপর এক গান গেয়ে চলেছেন। ভিডিও দেখে তাজ্জব সকলেই। ভারতে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। জিয়াগঞ্জের ভূমিপুত্র তিনি। যিনি কিনা দাপটের সঙ্গে বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই গান গেয়ে চলেছেন। তার জগৎজোড়া খ্যাতি।

অরিজিৎ সিংকে (Arijit Singh) নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তার গান দিয়ে যেমন তিনি মন ছুঁয়েছে বহু মানুষের ঠিক তেমনই তার সাদামাটা জীবনযাত্রা আরও বেশি করে তার প্রতি মানুষকে আকৃষ্ট করে তুলেছে। তার গানে যেমন আছে ভালোবাসা তেমনই আছে বেদনা। বাংলা হোক বা হিন্দি দুই গানের জগতেই উজ্জ্বলতম নক্ষত্র হলেন অরিজিৎ সিং। তার জনপ্রিয়তা যেমন রয়েছে তেমনই তাকে নিয়ে রয়েছে বিতর্ক।

অবিকল যেন অরিজিৎ! চোখে চশমা মাথায় পাগড়ি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই যুবক, দেখুন ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, খুবই সাধারণ একটি বাড়িতে বসে গান গাইছে একজন যুবক। যার পরণে গোলাপি রঙের শার্ট। মাথায় লাল পাগড়ি। চোখে চশমা। গিটার হাতে একেরপর পর এক গান গেয়ে চলেছেন। প্রথমে সকলেই তাকে দেখে অরিজিৎ (Arijit Singh) ভেবে ভুল করেছেন। আসলে তিনি যে অরিজিৎ সিং নয় তা বোঝা গিয়েছে কমেন্ট বক্সে চোখ রাখলে। হুবুহু একই এরকম দেখতে এমন মানুষের সন্ধান আমরা এর আগেও পেয়েছি।

 

View this post on Instagram

 

A post shared by Confused Aatma (@confused.aatma)

আর এবারেও তেমনটাই হয়েছে। তবে, কে এই যুবক তার খোঁজ না পাওয়া গেলেও অরিজিতকে নকল করায় তার উপর বেজায় ক্ষেপেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛পাগড়ি বা হাসি নকল করলেই অরিজিৎ হওয়া যায়না’। আবার কেউ লিখেছেন ‛অরিজিৎ সিং লাইট’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ওই যুবকের ভিডিও (Video)।